চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামে নতুন বছরে নতুন বই পেয়ে মাতোয়ারা স্কুলের শিক্ষার্থীরা। সকাল থেকে নগরীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন । এর পরপরেই নতুন বই হাতে নিয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেন শিক্ষার্থীরা। হাসিখুশি শিক্ষার্থীদের উচ্ছ্বাসে পুরো বিদ্যালয়গুলোতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শুধু শিক্ষার্থীরা নয়, আনন্দের ঝিলিক ছিল শিক্ষক ও অভিভাবকের মুখেও। নগরী ও জেলার সরকারি-বেসরকারি ৪ হাজার ৭৩০টি প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুলের প্রায় ১০ লাখ শিক্ষার্থীর হাতে প্রায় ৪৮ লাখ নতুন বই দেওয়া হয়েছে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, ‘চট্টগ্রামের ২০ টি থানা ও উপজেলার ২ হাজার ৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পৌনে ১২ লাখ শিক্ষার্থীর হাতে মাধ্যমিকের ১ কোটি ৫২ লাখ ৪৮ হাজার ৮৮১ টি নতুন বই পৌঁছে দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনায় প্রতিটি শিক্ষার্থী যাতে নতুন বই পায় সে ব্যবস্থা আমরা করেছি। সারা দেশে এ বছর ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ জন শিক্ষার্থীর হাতে ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২টি বই তুলে দেওয়া হয়েছে। ২০১০ সাল থেকে এ বই উৎসব হয়ে আসছে। গত ৯ বছরে এ পর্যন্তর্য তুলে দেওয়া হয়েছে ২৯৬ কোটি ৭ লাখ ৮৯ হাজার ১৭২টি বই।