cbn  

শাহিদ মোস্তফা শাহিদ, সদর :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজারে মুজিবুর রহমান (৩০) নামের এক রিক্সা চালককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত যুবক ঈদগাঁও ইউনিয়নের মধ্যম মাইজপাড়া এলাকার মৃত আবুল বশরের ছেলে।বর্তমানে স্বপরিবার থাকে পশ্চিম ভাদিতলা হাসিনা পাহাড় এলাকায়।ঘটনায় জড়িত খুনি এখনো আটক হয়নি।লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।৩১ ডিসেম্বর দিবাগত রাত ২ টার দিকে এ ঘটনাটি ঘটে ঈদগাঁও বাজারের পুরাতন পাইপ বাজার এলাকায়। নিহত পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়,নিহত মুজিব স্থানীয় দোকানদার আবদুল খালেককে বাসায় পৌঁছে দিতে রিক্সা নিয়ে সেখানে উপস্থিত হয়।এসময় জালালাবাদ ইউনিয়নের রাবারড্যাম এলাকার শোনা মিয়ার পুত্র মহিউদ্দিনের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটি হয়।এর জের ধরে মুজিবকে ভারি বস্তু নিয়ে হামলা করে মহিউদ্দিন। প্রত্যক্ষদর্শীরা দ্রুত উদ্ধার করে স্থানীয় বেসরকারি একটি ক্লিনিকে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছৈয়দ আলম। তিনি বলেন, নিহত মুজিব অত্যন্ত ভাল ছেলে, এলাকায় সহজ সরল ছিল।সকলের কাছে ভদ্র ভাষায় কথা বলত।তার মৃত্যু মেনে নেওয়া যাচ্ছে না।প্রশাসনের প্রতি অনুরোধ ঘটনায় জড়িত খুনিকে আটক পুর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে হবে।জানতে চাইলে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান খাঁন বলেন,খবর পেয়ে নিজেই ঘটনাস্থল এবং ক্লিনিকে যায়। এসআই শাহাজ উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ মৃতদেহ উদ্ধার করে সুরহতাল রিপোর্ট তৈরি করে মর্গে পাঠানো হয়েছে।জড়িত মহিউদ্দিনকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •