বার্তা পরিবেশক :
রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য এবং হোটেল সী-হিল গেস্ট হাউজ ও হোটেল এমএস গেস্ট কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ি, সমাজ সেবক আলহাজ্ব আবুল হোসেন কোম্পানী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি….রাজিউন। গতকাল ৩০ ডিসেম্বর রাত ৮টা ১৫ মিনিটের সময় তিনি ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি ৩ মেয়ে ২ ছেলে ও এক স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম আবুল হোসেন কোম্পানী দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিক ও হার্ট রোগে ভোগছিলেন। সূত্রমতে আজ আছরের নামাজের পর তেচ্ছিপুল কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
এদিকে মরহুম আবুল হোসেন কোম্পানীর মৃত্যুতে আত্মীয় স্বজন, ব্যবসায়ি মহল, সমাজ সেবক, রাজনৈতিককর্মীসহ এলাকার সর্বস্তরের মানুষ তাহার আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোক প্রকাশ করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।