মোঃ ফারুক, পেকুয়া (কক্সবাজার) :

কক্সবাজারের পেকুয়ায় আগুন লেগে ৫ বসতবাড়ি ভস্মিভূত হয়েছে। গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস পেকুয়ার ইনচার্জ আবুল হোসেন নিশ্চিত করেন। ঘটনার পরপরই স্থানীয় থানা প্রশাসন ও চেয়ারম্যান ছৈয়দনুর ঘটনাস্থল পরিদর্শন করে।

শনিবার (২৯ডিসেম্বর) দুপুর ১টায় রাজাখালী বকশিয়া ঘোনা এলাকায় দূর্ঘটনা সংগঠিত হয়।

স্থানীয় ইউপি সদস্য মোঃ ইসমাঈল বলেন, বদর আলম, আবুল কালাম, মোঃ রফিক, মোঃ হারুণ ও মোঃ বানচুর পুরো বাড়ি অাগুন লেগে পুড়ে যায়। বদর আলমের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিস আসার আগেই বাড়িগুলো পুড়ে যায়। এ ঘটনায় অন্তত ২০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

চেয়ারম্যান ছৈয়দনুর বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণ আনতে স্থানীয় এলাকাবাসী সহযোগিতা না করলে আরো অনেক বাড়ি পুড়ে যেত। যথাসময়ে ফায়ার সার্ভিস আসতে ব্যর্থ হওয়ায় ৫টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিস পেকুয়ার শাখার ইনচার্জ আবুল হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। তবে তার আগেই ৫টি বাড়ি পুড়ে যায়। গ্যাসের চুলা থেকে আগুন লেগে ক্ষয়ক্ষতি হয়।