ডেস্ক নিউজ:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনে বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলা হয়েছে। হামলায় আহত গয়েশ্বর রায়কে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

নির্বাচনী এলাকা কেরানীগঞ্জের কদতমলী জিনজিরা এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। এ ঘটনায় ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় ধানের শীষের প্রচারণায় ঢাকা-৩ আসনের চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে বের হন ওই আসনে ধানের শীষের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। প্রচারণাকালে তার ওপর লাঠি-সোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী হামলা চালায়। এতে গয়েশ্বর চন্দ্রসহ তার অর্ধশতাধিক কর্মী-সমর্থক আহত হন। পরে আহতাবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।