সংবাদ বিজ্ঞপ্তি:
২০১৮ সালের জুনিয়ার দাখিল সার্টিফিকেট-জেডিসি ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ৭ জন জিপিএ-৫সহ কক্সবাজার আইডিয়াল মাদরাসার শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। এছাড়া মাদরাসার ৩২ জন পরীক্ষার্থী থেকে ৭ জন ‘এ+’, ১৮ জন ‘এ’ গ্রেড এবং ৭ জন ‘এ-’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে।
সেখানে ৮ম শ্রেনী শিক্ষা সমাপনী-জেডিসিতে ১২ জন পরীক্ষার্থী থেকে ৭ জন ‘এ’ ও ৫ জন ‘এ-’ পেয়েছে।

৫ম শ্রেনী তথা ইবতেদায়ী সমাপনীতে মোট ২০ পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাশ করেছে। সেখানে ৭ জন ‘এ+’ (জিপিএ-৫), ১১ জন ‘এ’ এবং ২ জন ‘এ-’ পেয়েছে। ২০১১ সাল থেকে কক্সবাজার আইডিয়াল মাদরাসার শিক্ষার্থীদের ধারাবাহিক সফলতা রয়েছে। এবারও ঈর্ষণীয় ফলাফলের ধরাবাহিকতা রক্ষা করায় মাদরাসার অধ্যক্ষ মাওলানা মু. মোজহেরুল ইসলাম মাসুম কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে সকল শিক্ষক, অভিভাবক, শুভার্থীদের প্রতিও তিনি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, কক্সবাজার আইডিয়াল মাদরাসায় ২০১৯ সালের নতুন শিক্ষাবর্ষে নার্সারী থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত ভর্তি কার্যক্রম চলছে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভর্তি হওয়া যাবে। প্রয়োজনে ০১৮১৪ ৩০৮৫৮৯ (অধ্যক্ষ) নাম্বারে যোগাযোগ করা যাবে।