মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিষয়ে অনার্সের মেধাবী ছাত্র মিজানুর রহমান।রিক্সাচালক বাবার সন্তান মিজানুর রহমান অত্যন্ত সাফল্যের সাথে ১ম বর্ষ শেষ করে ২য় বর্ষে উত্তীর্ণ হয়। কিন্তু আর্থিক অস্বচ্ছলতার কারনে মিজানের দ্বিতীয় বর্ষে ভর্তি হওয়া ছিল প্রায় অনিশ্চত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা নেয়ার মিজানের স্বপ্ন যেন অর্থাভাবে আর বাস্তবে রূপ নেবেনা। মেধাবী মিজানের এ অসহায় অবস্থায় কক্সবাজার জেলা প্রশাসন সহায়তার হাত বাড়িয়ে দিয়ে মিজানকে বলে ‘”অস্বচ্ছলতা কোন সমস্যা নয়, তোমার দায়িত্ব আমরা নিলাম”। সোমবার ২৪ ডিসেম্বর কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন তাঁর কার্যালয়ে মিজানুর রহমানের হাতে প্রয়োজনীয় অর্থ তুলে দিয়ে বলেন-এগিয়ে যাও তোমার মতো মেধাবীদের পাশে ইনশাল্লাহ আমরা আছি সবসময়। অর্থ ও বিভিন্ন সংকটে পড়ে মিজানের মতো এমন অদম্য মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নগুলো বেঁচে থাঁকুক হাজার বছর ধরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২য় বর্ষে ভর্তি হওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তা পেয়ে মিজান যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। এজন্য সে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। স্যালুট, মানবতাবাদী জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল আফসার সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।