মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি :

পার্বত্যবাসীর ভাগ্যোন্নয়নে ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে পাহাড়ের তৃণমুল পর্যায়ে চষে বেড়িয়েছেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০নং বান্দরবান আসনের বাংলাদেম জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনিত প্রার্থী সাচিং প্রু জেরী। গত দুদিন ধরে তিনি তীব্র শীত উপেক্ষা করে লামা ও আলীকদম উপজেলার প্রত্যন্ত পাহাড়ি এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। গত রবিবার সকাল ১০টায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গুলিস্থান বাজারে আয়োজিত নির্বাচনী জনসভার মাধ্যমে প্রচার প্রচারণা শুরু করেন তিনি। এ সময় দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনের পথসভা, জনসভা ও গনসংযোগে সাচিং প্রু জেরী বলেন, পাহাড়ের খেটে খাওয়া মানুষ শাসকদলের যাতাকলে পিষ্ঠ হতে হতে বর্তমানে নিঃশেষ হতে চলেছে। আওয়ামী লীগ সরকার মুখে গনতন্ত্রের কথা বললেও সারাদেশের ন্যায় পার্বত্যাঞ্চলেও কায়েম করা হয়েছে বাকশালী শাসন ব্যবস্থা। এই ধরনের শ্বাসরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হতে ধানের শীষে নিজের মূল্যবান ভোট দিয়ে নিজেদের ভাগ্যোন্নয়নে অগ্রগামী হতে লামা ও আলীকদম উপজেলাবাসীর প্রতি আহবান জানান, ধানের শীষ প্রতিকের প্রার্থী সাচিং প্রু জেরী। পরে একই দিন দুপরে আলীকদম উপজেলার রেপারপাড়া বাজারে জনসভা ও সন্ধ্যায় আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভা করেন তিনি। সোমবার সকালে লামা পৌরসভা এলাকার হরিণঝিরি, হরিণঝিরি, ছাগল খাইয়া মার্মা পাড়া, সাবেক বিলছড়িতে গনসংযোগ শেষে সিলেটি পাড়ায় এক জনসভার পর রুপসীপাড়া পাড়া ও লামামুখ বাজারে জনসংযোগ করে বিকালে চেয়ারম্যান পাড়ায় সাচিং প্রু জেরী জনসংযোগ করেন বলে জানিয়েছেন, উপজেলা বিএনপির সভাপতি মো. আমির হোসেনসহ আলীকদম উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কালাম।