বার্তা ২৪.কম:
স্বৈরাচারীদের গুম, খুন থেকে মুক্তির জন্য আরও একবার গণতান্ত্রিক সংগ্রামের বিজয় হতে হবে। এর জন্য আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন ভারতের শিলংয়ে নির্বাসিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
শনিবার (২২ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের জনগণের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সালাউদ্দিন আহমেদ বলেন, ‘স্বৈরাচারীদের পতনের ইতিহাস সভ্যদলীয় ইতিহাস। তারা গণ ঐক্যের কাছে যুগে যুগে পরাজিত হয়েছে। প্রিয় মাতৃভূমিকে আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্ত ও আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আরও একবার এ গণতান্ত্রিক সংগ্রামের বিজয় হতে হবে।’
তিনি আরও বলেন, ‘১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। আগামী ৩০ ডিসেম্বর আমাদের আরও একটি বিজয় দিবসের সূচনা হবে। সেই বিজয় হবে জনগণের গণতন্ত্রের বিজয়, সে বিজয় জনগণের সার্বভৌমত্বের বিজয়।’
উল্লেখ্য, প্রায় ৪ বছর শিলংয়ের নির্বাসিত রয়েছেন বিএনপির এ নেতা। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে কারাভোগও করেছেন তিনি। সম্প্রতি আইনি লড়াই করে ওই অনুপ্রবেশের মামলা থেকে মুক্তি পান সালাউদ্দিন আহমেদ। কিন্তু নানা জটিলতায় তার দেশে আসা সম্ভব হয়নি।