নিজস্ব প্রতিবেদকঃ
দেশের খ্যাতনামা সঙ্গীত শিল্পী ফকির শাহাবুদ্দীন সপরিবারে বাংলাদেশের প্রথম বিশ্বমানের সী একুরিয়াম রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড পরিদর্শন করেন।
শনিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডে সমুদ্রের তলদেশের বিভিন্ন মাছ ও জলজ প্রাণী দেখে অভিভূত হন।
তিনি বলেন, বাংলাদেশে ব্যতিক্রমধর্মী এ উদ্যোগ আমাদের দেশের ছাত্রছাত্রী গবেষক ও সাধারণ পর্যটকদের জন্য খুবই সময়োপযোগী হয়েছে।
তিনি তাঁর ভক্ত ও সমগ্র দেশবাসীকে অন্তত একবার হলেও রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড পরিদর্শনের আহ্বান জানান।
এর আগে খ্যাতনামা সঙ্গীত শিল্পী ফকির শাহাবুদ্দীন সপরিবারে রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড অঙ্গনে পৌঁছলে ফুলেল অভ্যর্থনা জানান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সফিকুর রহমান চৌধুরী, জেনারেল ম্যানেজার কাজী মোঃ নিজামুল ইসলাম, আবুল কালাম আবু প্রমুখ।
কক্সবাজার শহরের ঝাউতলায় স্থাপিত রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রথম ফিস একুরিয়াম। যা পরিদর্শনে প্রতিদিন দেশি বিদেশি পর্যটক সমাগম ঘটছে। স্থানীদের মাঝে জুগিয়েছে নতুন বিনোদনের মাত্রা।
ফকির শাহাবুদ্দীন ঘুরে গেলেন রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
