সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয়নেতা সরওয়ার কামাল সিকদারকে গ্রেফতার করে মিথ্যা, সাজানো ও ভিত্তিহীন মামলায় গ্রেফতার দেখানোয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, নায়েবে আমীর অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারি, টেকনাফ উপজেলা আমীর অধ্যক্ষ নূর হোছাইন ছিদ্দিকী, সেক্রেটারি মাওলানা আবদুস সোবহান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরওয়ার কামালকে নিজ এলাকা থেকে তুলে নিয়ে গিয়ে ২দিন অজ্ঞাতস্থানে রেখে অস্ত্র ও ইয়াবা দিয়ে মিথ্যা মামলা সাজিয়ে গ্রেফতারে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। সরওয়ার কামালের মত একজন নিরীহ ও নিরপরাধ সাবেক ছাত্রনেতাকে এভাবে অস্ত্র ও মাদক দিয়ে গ্রেফতার দেখানো পুলিশের অতি বাড়াবাড়িমূলক কর্মকান্ড ছাড়া আর কিছুই নয়। সরওয়ার কামাল কখনো অস্ত্র ও ইয়াবারমত ঘৃণিত কর্মকান্ডে জড়িত ছিলেন না। সারাদেশে যখন নির্বাচনী গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং সমগ্র দেশবাসী যখন ২০দলীয় জোটের পক্ষে অবস্থান নিয়েছে তখনই সরকার দিশেহারা হয়ে বিরোধীদল দমনের জন্য পুলিশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং ২০ দলীয় জোটের নির্বাচনী কার্যক্রমে বাধার সৃষ্টি করছে। আমরা পুলিশের এহেন বাড়াবাড়িমূলক কর্মকান্ড বন্ধ করার আহবান জানাচ্ছি। সরওয়ার কামালের বিরুদ্ধে দায়ের করা সাজানো ও মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি এবং অবিলম্বে তার মুক্তি দাবি করছি।

টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ চট্টগ্রাম মহানগর শিবিরের সাবেক সেক্রেটারি গ্রেফতার শীর্ষক সংবাদের প্রতিবাদ:
২২ ডিসেম্বর বিভিন্ন স্থানীয় প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় “টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ চট্টগ্রাম মহানগর শিবিরের সাবেক সেক্রেটারি গ্রেফতার শীর্ষক প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রশিবির কক্সবাজার জেলা সভাপতি মো. রবিউল আলম, সেক্রেটারি আবদুর রহিম।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, প্রকাশিতসংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃতপক্ষে ছাত্রশিবিরের সদ্যবিদায়ী কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ছাত্রনেতা সরওয়ার কামাল সিকদার একজন চরিত্রবান ছাত্রনেতা ছিলেন। তিনি কখনো অস্ত্র এবং ইয়াবারমত ঘৃণিত কাজে জড়িত ছিলেন না। তার রাজনৈতিক ক্যারিয়ারকে ধ্বংস করার হীন উদ্দেশ্যেই রাজনৈতিক প্রতিপক্ষরা পুলিশকে ব্যবহার করে মিথ্যা ঘটনা সাজিয়েছে। আমরা এহেন গর্হিত কাজের তীব্র নিন্দা জানাচ্ছি এবং মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহার অবিলম্বে মুক্তি দাবি করছি।