মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া :

কক্সবাজারের পেকুয়া উপজেলা মগনামা ইউনিয়ন ২নংওয়ার্ডের ঘাট মাঝির পাড়ার মৃত শমসুল আলমের স্ত্রী মোহছেনা বেগম। নিতান্তই দরিদ্র। তার দুই ছেলে ও তিন মেয়ে। ছেলেরা যার যার মত আলাদা হয়ে গেছে। অপর দুই মেয়ের বিয়ে হয়েছে তাও আবার গরীব ঘরে। মোছেনা বেগম ও তার ছোট মেয়ে কোন রকম খেয়ে না খেয়ে অর্ধাহারে দিনাতিপাত করছে।

দরিদ্র মোছেনা জানান, ছেলেরা বিয়ে করে যার যার মতো আলাদা হয়ে গেছে। এখন এক মেয়েকে নিয়ে থাকার মত একটা ঘর না থাকায় মা মেয়ের অনেক কষ্ট হয়। বর্ষাকালে কোন রকম পলিথিন দিয়ে পানি থেকে রক্ষা পাই।

মোহছেনা বেগমের মনে অনেক কষ্ট তার একটা অবিবাহিত মেয়ে আছে, তাকে কি করে বিয়ে দেবে, ছেলে পক্ষ দেখতে আসলে তার ভাঙ্গা ঘর দেখে কেউ কথা বলে না। তাই দরিদ্র মোছেনা পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় মগনামা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সমাজের বিত্তমানদের তার সহায়তায় এগিয়ে আসার জন্য আকুল আবেদন জানিয়েছেন।

মগনামার ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম জানান, দরিদ্র মোছেনার পরিবার সম্পর্কে খোঁজ খবর নেওয়া হবে। ভিজিডি/ভিজিএফ কার্ড না পেয়ে থাকলে তার আওতায় আনা হবে।