মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
নারীদের তাদের নিজ নিজ অধিকারের বিষয়ে আরো বেশী সচেতন ও উদ্যোগী হওয়ার জন্য নারী সমাজের প্রতি জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন আহবান জানিয়েছেন। তিনি কবির ভাষার উদ্বৃতি -”বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর-অর্ধেক তার করিয়াছে, নারী অর্ধেক তার নর” “এ-বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ-রস-মধু-গন্ধ সুনির্মল”- উল্লেখ করে কক্সবাজারের সকল নারী ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দানের অনুরোধ জানান।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের নিরাপদে অংশগ্রহন ও সুরক্ষা প্রদানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউএনডিপি’র উদ্যোগে ২২ শনিবার ডিসেম্বর সকালে কক্সবাজার শহরে অনুষ্ঠিত এক র্যালীর শুরুতে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন আরো বলেন- সমাজের অর্ধেক অংশ (অর্ধাঙ্গ) নারীদের অবদানের কারনে আজ আমাদের দেশ রাজনীতি, অর্থনীতিসহ উন্নয়নের সকল সূচকে ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে। র্যালীতে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল আফসার, জেলা মহিলা সংস্থার সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট রনজিত দাশ, মুক্তিযোদ্ধা শাহজাহান সহ প্রচুর নারী পুরূষ, ছাত্র-ছাত্রী, নারী সংগঠন, এনজিও কর্মীরা অংশ নেন।