আবুল কালাম,চট্টগ্রাম :

চট্টগ্রাম-১০ আসনের নির্বাচনী এলাকা হালিশহর থানার উত্তর হালিশহরে গণসংযোগ করেছেন ঐ আসনের আওয়ামীলিগ মনোনীত প্রার্থী আফছারুল আমীনের ছোট ভাই ডা,আরিফুলআমীন।

শনিবার (২২ ডিসেম্বর) সকাল থেকে গণসংযোগ শুরু করেন তিনি। গণসংযোগটি ফইল্ল্যাতলী বাজার,উত্তর হালিশহর বারুনী ঘাটা গলি চিপা পাড়া নয়াজীস চৌধুরী বাড়ি মসজিদ হয়ে অন্ধ হাফেজ হুজুরের মাজারে মসজিদ প্রাঙ্গন এসে শেষ হয়।

গণসংযোগকালে ডা,আরিফুলআমীনের সাথে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও প্যনেল মেয়র লায়ন মোহাম্মদ হোসেন, আওয়ামীলীগ নেতা লায়ন মোহাম্মদ ইলিয়া, সাবের হাজী, যুবলীগ নেতা আতিকুল আলম, জসিম উদ্দি, হাসেম,মুরাদ, যুবলীগ, ছাত্র লীগ,সেস্সাহ সেবক লীগ, শ্রমিক লীগ সহ এলাকার মান্য গন্য ব্যক্তি বর্গ সহ হাজার নতা কর্মী।

তারা সবাই ডোর টু ডোর প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে শেখ হাসিনা সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন। আগামী একা দশ জাতীয় নির্বাচনে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করে আবারও বৃহওর পরিসরে আপনাদের জন্য,দেশের জন্য কাজ করার সুযোগ দিবেন।এটায় আমার প্রত্যাশা।