মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

এস.এস.সি ১৯৮৪ ব্যাচ এসোসিয়েশনের বার্ষিক ২ দিন ব্যাপী স্বপরিবারে পিকনিক আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর, মঙ্গল ও বুধবার অনুষ্ঠিত হবে। এবার পিকনিকের স্থান নির্ধারণ করা হয়েছে উখিয়া উপজেলার ইনানী বীচের নিকটবর্তী পেভেল ষ্টোন ও লভেলা রিসোর্টে। পিকনিক আয়োজনের প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার জন্য ২২ ডিসেম্বর শুক্রবার রাত্রে এসোসিয়েশনের এক সভা কক্সবাজার শহরের রক্ষিত মার্কেটের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন-নজরুল ইসলাম, সাজ্জাদ আহমদ চৌধুরী, এডভোকেট রনজিত দাশ, নিরুপম পাল নিরু, ডাঃ বশির আহামদ, নুরুল আলম, মাস্টার মোঃ শফি উল্লাহ্, আজিজুল হক বাদশা, গিয়াস উদ্দিন, মোহাম্মদ মুহিবুল্লাহ রাজু, বিকাশ বড়ুয়া, এডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, মোঃ শহীদুল্লাহ্, বেলাল আহমদ, ডাঃ ছুরত আলম, অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, জয়নাব আলম জেনি, শেখ মোহাম্মদ আলী ও সৈয়দ শাহেদুজ্জামান। সভায় পিকনিক সফল করার জন্য বিভিন্ন প্রস্তুতি নেয়া হয়। সভায় আগামী ২৫ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯ টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান এরিয়া থেকে ইনানী পিকনিক স্পটের উদ্দ্যেশে গাড়ী ছাড়ার সিদ্ধান্ত হয়। পিকনিককে আনন্দময় ও উপভোগ্য করে তোলার জন্য সভায় এসোসিয়েশনের সকল সদস্যের সহযোগিতা কামনা করা হয়।