বার্তা পরিবেশক:

উখিয়াতে নৌকার প্রার্থী শাহিন আকতারের প্রচারনার গাড়ী পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। পেট্রোল বোমা হামলায় নৌকার প্রচারনার গাড়িতে থাকা ২ জন অগ্নিদগ্ধ হয়েছে। অগ্নীদগ্ধদের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকীৎসা দেয়া হচ্ছে। পেট্রোল বোমার আগুনে জ্বলে গেছে নৌকার প্রচারনার গাড়ি। শুক্রবার রাত সাড়ে সাতটার সময় উখিয়া পালংখালি ইউনিয়নের গয়ালমারা এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন উখিয়ার ফালংখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জামাল হোসেন ও গাড়ির চালক কামাল উদ্দিন ।

কক্সবাজার ৪ উখিয়া-টেকনাফ আসনের নৌকার প্রার্থী শাহিন আকতার দাবি করেছেন, ফালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিনের নেতৃত্বে এই পেট্রোল বোমা হামলা করা হয়।

উখিয়া থানার ওসি আবুল খায়ের জানিয়েছেন, নৌকার প্রচারনার গাড়িতে আগুন দেয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেচে। এই ঘটনায় জড়িতদের আটক করার চেষ্টা করা হচ্ছে।