নিজস্ব প্রতিবেদকঃ

উখিয়া-টেকনাফের সংসদ সদস্য অালহাজ্ব অাবদুর রহমান বদি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করে উখিয়া-টেকনাফের অসমাপ্ত উন্নয়নের সুযোগ দেয়ার অাহবান জানিয়েছেন। বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র ৩০ ডিসেম্বর নস্যাৎ করবে উখিয়া-টেকনাফের জনগণ। ৩০ ডিসেম্বর ভোট উৎসবে নৌকার বিজয় মিছিল হবে।

তিনি অাজ উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী স্টেশন চত্বরে নৌকা মার্কার প্রার্থী শাহীন অাক্তারের সমর্থনে অায়োজিত পথসভায় এসব কথা বলেন। তিনি অারো বলেন, গত ৩০ নভেম্বর টেকনাফের কান্জরপাড়ায় আমার গাড়িতে বিএনপির সন্ত্রাসীরা আমার গাড়িতে গুলি চালায়। সেজন্য আমি রাগের বশবর্তী হয়ে ফলিয়াপাড়ায় প্রতিবাদ সভায় দেয়া বক্তব্যে শাহাজাহান চৌধুরীকে নিয়ে কিছু মন্তব্য করি। যা অনাকাঙ্ক্ষিত ছিল। তবুও আমি ওনার কাছে আমার বক্তব্যের জন্য ক্ষমা চাচ্ছি।

তিনি অারো বলেন, জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের জোয়ারে উখিয়া-টেকনাফকে ভাসিয়ে দিয়েছেন। দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ সড়ক, এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন, গ্রামীন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন সহ কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। আগামীতে অাওয়ামীলীগ সরকার অাসলে অারো উন্নয়ন হবে।

এমপি বদি বলেন, ধানের শীষ দুর্নীতির মার্কা, ধানের শীষ যুদ্ধাপরাধীর মার্কা। তাই উন্নয়নের মার্কা নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার প্রার্থী শাহীন অাক্তারকে সংসদে পাঠাতে হবে। তাহলেই উখিয়া-টেকনাফের উন্নয়ন নিশ্চিত হবে। নৌকার প্রার্থী শাহীন অাক্তার বলেন, আমার স্বামীর অবর্তমানে অামাকে জননেত্রী শেখ হাসিনা নৌকা দিয়ে অাপনাদের কাছে পাঠিয়েছেন। আপনারা আমাকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

তিনি বলেন, আমার স্বামী গত ১০ বছর উখিয়া-টেকনাফের জনগনের সেবা করে অাসছেন। সেই ধারাবাহিকতা রক্ষার্থে অামি অাপনাদের কাছে নৌকা মার্কায় ভোট ভিক্ষা চাই।

জালিয়াপালং ইউনিয়ন অা’লীগের সভাপতি ছৈয়দ অালমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অারো বক্তব্য রাখেন- উখিয়া-টেকনাফে নৌকার প্রার্থী শাহীন অাক্তার, উখিয়া উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, উপজেলা মহিলা অা’লীগের সভানেত্রী কাউসার জাহান নিগার, জেলা পরিষদ সদস্য অাশরাফ জাহান কাজল, উখিয়া অা’লীগের সাধারন সম্পাদক জাহাংগীর কবির চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইব্রাহীম অাজাদ প্রমূখ।

এদিকে বিকেলে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি স্টেশনে নৌকা মার্কার সমর্থনে বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ অালম, সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, আমিনুল হক অামিন, তাতীলীগের সভানেত্রী সাধনা দাশ গুপ্তা প্রমূখ। এসময় স্থানীয় অাওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়াও উখিয়া-টেকনাফের বিভিন্ন স্থানে উঠান বৈঠক ও সমাবেশ অনুষ্ঠিত হয়।