মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার-৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজলের সহধর্মিনী শিরিন রহমান -গণতন্ত্রের মুর্ত প্রতীক মিথ্যা মামলায় কারাবন্দী বেগম খালেদা জিয়া ও এদেশের ইসলমপ্রিয় কোটি জনতার নয়নমনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মুক্ত করতে আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষে প্রতীকে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেছেন-জাতীয়তাবাদী-ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ও গণতন্ত্রকামী মানুষ ৩০ ডিসেম্বর সিদ্ধান্ত নিতে ভূল করলে জাতিকে যুগের পর যুগ তার মাশুল দিতে হবে।
২২ ডিসেম্বর শুক্রবার কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাহ এলাকায় পৃথক ৪ টি মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি’র কন্যা শিরিন রহমান এ কথা বলেন। মহিলা সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন-কক্সবাজার জেলা বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব এম.মমতাজুল ইসলাম। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা মহিলাদলের সাবেক সভাপতি রবুয়া বেগম, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক (ভা:) সভাপতি সরওয়ার রোমন, জেলা মহিলাদলের সাধারন সম্পাদক ও সাবেক পৌর কমিশনার হুমাইরা বেগম, এড. রাবেয়া সুলতানা (শি:), রুমানা আক্তার, মোজ্জামেল মেম্বারের সহধর্মিনী জান্নাতুল ফেরদৌস, জেলা ছাত্রদল সাবেক সহ সভাপতি ফারুক আজম প্রমুখ। সাবেক এমপি’র পুত্রবধূ শিরিন রহমান একইদিন বৃহত্তর ঈদগাহ এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। জালালাবাদ ইউনিয়নের ঈদগাহ বাজার এলাকায় মমতাজ-জাহানারা ম্যানশন প্রাঙ্গণে, ইসলামাবাদ ইউনিয়নের ইউসুফেরখীল রহমত আলীর উঠানে, মোজ্জামেল মেম্বারের উঠানে উল্লেখিত মহিলা সমাবেশ গুলো অনুষ্ঠিত হয়।