সংবাদ বিজ্ঞপ্তি
২২ ডিসেম্বর ২০১৮ কক্সবাজারের কৃতি পুরুষ প্রখ্যাত আইনজীবী সাবেক পার্লামেন্ট সদস্য ও ইসলামী চিন্তাবিদ মরহুম এড ফিরোজ আহমদ চৌধুরীর ১৬ তম ইন্তেকাল বার্ষিকী।
এ উপলক্ষে এড ফিরোজ আহমদ চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবারের মত এবারো গ্রহণ করা হয়েছে বিভিন্ন কর্মসুচী।
কর্মসুচীর মধ্যে রয়েছে, মরহুমের স্মরণে খতমে কুরআন, মরহুমের কবর জিয়ারত, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
২২ ডিসেম্বর ২০১৮ ইং বাদ মাগরিব কক্সবাজার শহরের লালদীঘির পাড় বায়তুর রহমান জামে মসজিদে মরহুম এড ফিরোজ আহমদ চৌধুরী ও তাঁর মহিয়সী স্ত্রী কুলসুম নাহার চৌধুরীর স্মরণে অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল।
এতে মরহুম দ্বয়ের আত্মীয় স্বজন, গুণগ্রাহীদের অংশ গ্রহণ করার জন্য এড ফিরোজ আহমদ চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আলী হাচ্ছান চৌধুরীর পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।