অ্যাডভোকেট সাজ্জাদুল করিমঃ
ছেলেটির নাম ইরহাম। পুরো নাম শাহারিয়ার কবির ইরহাম। সাধারণ, মধ্যবিত্ত এক পরিবারের ছেলে। অবহেলিত সমিতি পাড়ার কক্সন মাল্টিমিডিয়া স্কুলের ছাত্র। কোন বনেদী কিংবা শীর্ষস্থানীয় স্কুল নয়। উদ্যমী কিছু মহৎপ্রাণ লোকের নব প্রতিষ্ঠিত স্কুল। এই আপাত অখ্যাত স্কুলের ছাত্র ইরহামই জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম হয়ে তাক লাগিয়ে দিয়েছে। পরিচয় দিয়েছে অনন্য মেধার। সৃষ্টি করেছে অপার বিস্ময়। এটিই এখন talk of the city. পি টি আই, কক্সবাজার ইন্টারন্যাশনালস্কুল, শহীদ তিতুমীর ইনস্টিটিউট, সহিত্যিকা মডেল, কক্সবাজার কেজি প্রমুখ স্কুলগুলোই কক্সবাজারের সেরা ও নামী স্কুল হিসাবে সুপরিচিত। এই স্কুলগুলোই অভিভাবকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। প্রতিবৎসর সরকারি হাইস্কুল, গার্লস স্কুলের ভর্তি পরীক্ষায় উল্লেখিত স্কুলের বাইরে শীর্ষ দশে স্থান করে নেয়া এক প্রকার কঠিনই ছিল। এবারই সে ইস্পাত কঠিন প্রথাই ভেঙ্গেছে ইরহাম ও কক্সন মাল্টিমিডিয়া।
ইরহাম কক্সবাজারের নামী ও বনেদী স্কুলগুলোর ছাত্রদের সাথে টেক্কা দিয়ে ছিনিয়ে নিয়েছে শীর্ষস্থান। কক্সন মাল্টিমিডিয়া নবপ্রতিষ্ঠিত, স্বল্পপরিচিত এক শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু সেখানে রয়েছেন তারকাখচিত, খ্যাতিমান দুই শিক্ষক রাহাত ইকবাল ও হেলাল সাহেব। দুই জনই আবার সহোদর। জেলার শীর্ষস্থানীয় ইংরেজীর শিক্ষক হিসাবে দুজনই স্ব স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। তাঁদের শিক্ষাদান পদ্ধতি অভিনব, গতিশীল ও সৃষ্টিশীল। ফলে স্কুলের শিক্ষার্থীদের ইংরেজী বক্তৃতা, বিতর্ক ও কথোপকথনে রয়েছে বিশেষ পারদর্শিতা। একারনে অন্য স্কুলের শিক্ষার্থীদের থেকে তাদের সহজে আলাদা করা যায়। স্কুলটি ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত। তবে ব্যয়বহুল নয়। স্কুলের বেতন ভাতাও সাধারণের নাগালের মধ্যে। ফলে সেখানে পড়ুয়া অধিকাংশই দরিদ্র পরিবারের। এই পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মানুষ করার কঠিন দায়িত্বই পালন করে যাচ্ছেন দুই ভ্রাতা। বিরামহীন, নিঃস্বার্থ ও নিরলসভাবে। বিরল কৃতিত্বের জন্য প্রাণঢালা অভিনন্দন ইরহাম ও তার গর্বিত পিতা এডভোকেট নুর মোহাম্মদ মামুন।
অভিনন্দন জানাচ্ছি ইরহামের গর্বিত মা’কে।
শুভকামনা রইল বিকাশমান শিক্ষাপ্রতিষ্ঠান কক্সন মাল্টিমিডিয়ার প্রতি। অভিনন্দন রইল প্রতিষ্ঠানের সুদক্ষ শিক্ষকবৃন্দের প্রতি। ধন্যবাদ সবাইকে।

সাজ্জাদুল করিম
সিনিয়র আইনজীবী
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত।