জুবাইর উদ্দিন, চবিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রোববার (২৩ ডিসেম্বর) থেকে শীতকালীন ছুটি শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক ক্যালেন্ডার সূত্রে জানা যায়, শীতকালীন অবকাশ ও যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে ২৩ ডিসেম্বর (রোববার) থেকে ২৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সব ধরনের প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে আগামী ৩০ ডিসেম্বর (রোববার) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে সরকারি সাধারণ ছুটি থাকায় ১ জানুয়ারি থেকে যথারীতি প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হবে, তবে নির্বাচন পরবর্তী অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোসাইন।

ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা থাকবে। আবাসিক হল বন্ধের বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি।