সিবিএন ডেস্ক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন, প্রশাসন ও বিচার বিভাগ একজোট হয়েছে। এর ফলে সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। শুক্রবার (২১ ডিসেম্বর) সকাল সোয়া ১১টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নির্বাচনের কোনো মাঠই নেই। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আর কোনো সম্ভাবনা দেখছি না।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘এই নির্বাচন ইতোমধ্যেই একটা প্রহসনে পরিণত হয়েছে। বিচার বিভাগের ওপর আস্থা প্রশ্নবিদ্ধ হচ্ছে। বিচার বিভাগ পক্ষপাত করছে এবং উদ্দেশ্যমূলকভাবে প্রর্থীদের বাতিল করছে। নির্বাচন কমিশনের কাছে দাবি বিএনপির প্রার্থীদের নির্বাচনের সুযোগ দেয়া হোক অথবা ওই আসনগুলোতে নির্বাচন স্থগিত করা হোক।’
তিনি বলেছেন,’গত ১০ বছর আমরা একটি স্বৈরাচার সরকারের অধীনে বসবাস করছি, সেটি থেকে জনগণের মুক্তির জন্য আমরা আন্দোলনের অংশ হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেই। নির্বাচন কমিশন প্রশাসন বিচার বিভাগ দেশকে ধ্বংস করার জন্য একজোট হয়েছে। আমরা অত্যন্ত আশঙ্কিত।’
আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনা করা তিনি বলেন, ‘আমাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। একদিকে আওয়ামী সন্ত্রাস আরেক দিকে রাষ্ট্রীয় সন্ত্রাস মিলে নির্যাতন করছে। আমাদের নেতাকর্মীদেরকে বাসা থেকে গ্রেফতার, জেলগেট থেকে গ্রেফতার নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রার্থীরাও পর্যন্ত বাদ যাচ্ছেন না। আমাদের ১৫ জন প্রার্থী এখনও কারাগারে রয়েছে। আমরা আশা করি সেনাবাহিনী নিরপেক্ষভাবে নির্ভয়ে দায়িত্ব পালন করে জনগণের আকাঙ্ক্ষার গণতন্ত্র রক্ষার দায়িত্ব পালন করবেন।