কালেরকন্ঠ : গতকাল বৃহস্পতিবার সকালে ধানমণ্ডির সুধা সদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নড়াইল, রাজশাহী, জয়পুরহাট ও গাইবান্ধার নির্বাচনী জনসভায় ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাজোটের প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের বিভিন্ন প্রত্যাশার কথাও শোনেন।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর পাশে ছিলেন নড়াইল-২ আসনে নৌকার প্রার্থী ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মাশরাফির নির্বাচনী জনসভায় সংযুক্ত হয়ে শেখ হাসিনা বলেন, ‘মাশরাফি একটা হীরার টুকরা। একটাই হীরার টুকরা নড়াইল থেকে আমরা নিয়ে এসেছি। আবার নড়াইলে দিলাম। আপনারা ভোট দিয়ে মাশরাফিকে জয়যুক্ত করবেন। বাংলাদেশ ক্রিকেট দল আগামীতে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে, ইনশাআল্লাহ।’

নড়াইলবাসীর কাছে নৌকা মার্কায় ভোট চেয়ে শেখ হাসিনা বলেন, ‘নড়াইল-১ ও ২ আমার নিজের সংসদীয় আসন। অতীতে নড়াইল থেকে নির্বাচন করে এমপি হয়েছিলাম। নড়াইল থেকে নির্বাচিত হয়েছিলাম। কিন্তু একটার বেশি আসন রাখা যায়নি। তাই ছেড়ে দিয়েছিলাম। আমি যত দিন বেঁচে আছি, নড়াইলের এমপিই থাকব। আপনারা নড়াইলের দুটি আসনেই নৌকা প্রতীককে বিজয়ী করবেন।’ এ সময় তিনি নড়াইল-১ আসনে নৌকার প্রার্থী বি এম কবিরুল হক মুক্তিকেও পরিচয় করিয়ে দেন।

নড়াইলের আগে রাজশাহীতে ভিডিও কনফারেন্সের শুরুতেই মেয়র পদে খায়রুজ্জামান লিটনকে জয়ী করায় রাজশাহীবাসীকে ধন্যবাদ জানিয়ে জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। নৌকা মার্কায় ভোট চাই, কারণ শুধু রাজশাহী বিভাগ নয়, পুরো বাংলাদেশে উন্নয়ন হয়েছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’