জাহাঙ্গীর আলম শামসঃ
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী হয়ে লড়ছেন সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী।
নির্বাচন কমিশন আনুষ্ঠানিক প্রতীক বরাদ্দের পর থেকে ভোটের মাঠে সরব রয়েছেন শাহজাহান চৌধুরীসহ সহ দলের সর্বস্তরের নেতাকর্মীরা।
ভোট খুঁজে বেড়াচ্ছে গ্রাম থেকে গ্রামান্তরে।রেস্টলেস প্রচারণা চালাচ্ছে বিএনপি কর্মীরা। জোটের শরিক অন্যান্য দলের নেতাকর্মীরাও ধানের শীষের জন্য এক হয়ে কাজ করছে।
তবুও নানা কারণে একাদশ জাতীয় সংসদ নির্বাচন কবে চ্যালেঞ্জ মনে করছে ভোটার ও রাজনৈতিক বোদ্ধারা।
বিষয়টি মাথায় রেখে নির্বাচনী মাঠে লাগছে শাহজাহান চৌধুরীর সতীর্থরা।
তবে, শাহজাহান চৌধুরী নির্বাচনে ভিন্নমাত্রা জুগিয়েছে নিজ কন্যা নাজিয়া জাহান চৌধুরীর প্রচারণা।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের এই আইনজীবী প্রচার-প্রচারণা চালাচ্ছেন দিনরাত। পিতা শাহজাহান চৌধুরীর জন্য ভোট ভিক্ষা করছে ভোটারদের কাছে।
নাজিয়া জাহান চৌধুরীর আবেদন, ‘বাঁচার মত বাঁচতে চাই। একদিন বাঁচলেও আমি বীরের মত বাঁচতে চাই। উখিয়া টেকনাফের সর্বস্তরের জনগনের জন্য লড়াই করছি। এই উখিয়া-টেকনাফের শান্তির জন্য কাজ করে যাচ্ছি।
পরিশ্রম করছি আমার যুবক ভাইদের জন্য,
নেতাকর্মীদের নিরাপত্তার জন্য। আমি আপনাদের সাহায্য চাই।
নাজিয়াতের আকুতি, আমার লাখো যুবক ভাইদের জীবন বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে এসেছি। আগামী ৩০ ডিসেম্বর আপনাদের মূল্যবান ভোটটি ধানের শীষ প্রতীকে প্রদান করে আমার আব্বাকে জয়যুক্ত করুন। এই জুলুমবাজ, ক্ষমতা লোভীদের হাত থেকে নিজে বাঁচুন, দেশকে বাঁচান।
এডভোকেট নাজিয়া জাহান চৌধুরী চালচলন, আচার ব্যবহারে আগাগোড়া ভদ্র ও সভ্য নারী হিসেবে পরিচিত। আইনঙ্গনেও কম সময়ে সুনাম কুড়িয়েছেন। খুব সহজেই মিশতে পারেন সব স্তরের মানুষের সাথে। অল্প কথায়, কম সময়ে মানুষের হৃদয় জয় করার জাদুকরী শক্তি আছে নাজিয়ার।
তিনি কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির মনোনীত জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী শাহজাহান চৌধুরীর একমাত্র মেয়ে এবং জেলা বিএনপির সদস্য।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশ বাঁচানোর লড়াই, বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ। বিষয়টি মাথায় রেখে আঁটঘাট বেঁধে মাঠে নেমেছেন এডভোকেট নাজিয়া জাহান চৌধুরী। বাবার প্রতীক ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ছুটছেন বাড়ীতে বাড়ীতে।
নিজ এলাকাকে মাদকের বদনাম থেকে মুক্ত করতে চ্যালেঞ্জ ছুঁড়েছেন। দিনরাত কাজ করছেন। মাদক, মানবপাচার রোধ, সন্ত্রাস দমনসহ সকল অপকর্ম বন্ধের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দেয়ার জন্য আহবান জানিয়েছেন।
‘পিতার জন্য একজন মেয়ের নির্ঘুম প্রচারণা’
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
