সংবাদ বিজ্ঞপ্তিঃ
ধানের শীষ প্রতীকের পক্ষে জনজোয়ার দেখে দিশোহারা হয়ে প্রতিপক্ষরা হামলা – মামলা দিয়ে দমন করতে চায়। কিন্তু, যত নির্যাতন হবে আমাদের নেতাকর্মীরা ততই শক্তিশালী হবে। ধানের শীষ গণ মানুষের মুক্তির প্রতীক, নির্যাতিতদের শক্তির প্রতীক। তাই কোন অপকৌশলে ধানের শীষের জয়যাত্রাকে রুখে দেয়া সম্ভব না।
কক্সবাজার -৩ (সদর -রামু) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী লুৎফুর রহমান কাজল ২০ ডিসেম্বর সদর উপজেলার ইসলামপুর ইউনিয়ন ও ইসলামাবাদ ইউনিয়নে পথসভা এবং নির্বাচনী কার্যালয় উদ্বোধনের সময় বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জনপ্রিয়তায় ভীত হয়ে আওয়ামীলীগের প্রার্থী পুলিশ প্রশাসনের উপর প্রভাব খাটিয়ে বিএনপি – জামায়াতের নেতাকর্মীদের মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে, বিনা ওয়ারেন্টে গ্রেফতার করছে, গুন্ডাবাহিনী দিয়ে সশস্ত্র হামলা চালাচ্ছে। কিন্তু, হামলা- মামলায় আমাদের দমানো যাবেনা। মামলা – হামলা- গ্রেফতার রাজনৈতিক নেতাকর্মীদের অলংকার। আগামী ৩০ ডিসেম্বর ব্যালটের মাধ্যমে জনগণ এসব অপকর্মের সমুচিত জবাব দিবে বলে হুঁশিয়ারি দেন সাবেক এমপি কাজল।
নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপি সভাপতি শহীদুর রহমান শহীদ, জেলা বিএনপি সদস্য জানে আলম, প্রবীণ বিএনপি নেতা শামসুল আলম, আমিনুল হক, ইসলাম ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ফরিদুল আলম, সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, যুবদল নেতা মোহাম্মদ শাহাজাহান, জেলা কৃষকদল সভাপতি এডঃ মোহাম্মদ তারেক, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি হাজ্বী ছৈয়দ আলম, উপজেলা শ্রমিকদল সভাপতি শফিউল আলম শান্ত বিএনপি নেতা মকসুদ আহমদ, ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন সাঈদী, ইবনে সোহেল প্রমুখ।