সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার সরকারী বালক ও বালিকা উচ্চবিদ্যালয়ে ৬ষ্ট শ্রেনীর ভর্তি পরীক্ষায় কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডে অবস্থিত কক্সন মাল্টিমিডিয়া স্কুল থেকে প্রথম স্থানসহ ৪ শিক্ষার্থী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে।
তারা হলো-কক্সবাজার সরকারী উচ্চবিদ্যালয়ে প্রথম স্থান মো. শাহরিয়ারকিবির ইরহাম, একাদশ স্থান তাওহীদুল ইসলাম বাহার, কক্সবাজার সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ে ১০২ তম জান্নাতুল নাঈম তাসপীয়া এবং ১৪২ তম তাসনিম সুলতানা নুর।
তাদের কৃতিত্বপূর্ণ ফলাফলে স্কুল কর্তৃপক্ষ অভিনন্দন জানিয়েছে।
সেই সাথে সকল শিক্ষক, অভিভাবক, শুভানূধ্যায়ীসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
কক্সন মাল্টিমিডিয়া স্কুলের ৪ শিক্ষার্থীর কৃতিত্ব, অভিনন্দন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
