সংবাদদাতা : কক্সবাজার-৪ আসনে শাহীন আক্তার চৌধুরীর  নৌকা প্রতীকের জন্য টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে পথ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর বিকেলে হোয়াইক্যং বাজার চত্বরে এক পথ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সভাপতি নুরতাজুল মোস্তফা শাহীন শাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মোঃ তাহেরের পরিচালনায় অতিথি হিসেবে ছিলেন আওয়ামীলীগ নেতা আলমগীর চৌধুরী, আজিজুল হক এনামুল হক, স্থানীয় মেম্বার ও যুবলীগ নেতা সিরাজুল মোস্তফা চৌধুরী লালু, স্থানীয় মহিলা মেম্বার। এতে বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দের মধ্যে সরওয়ার আলম, এমডি কামাল, ঈসা খান মানিক, রাশেদুল হক, সাবেক ছাত্রলীগ নেতা হাশেমুর রেজা।

এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জমির হোসেন, মোঃ রফিক, আবুল হাশেম, জুলু মিয়া, মো: হোসেন, ভেদু মিয়া, মো আলম, নুরুল হক, মোঃ ইলিয়াছ, সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে বিকেল সাড়ে ৫ টা থেকে রাত পর্যন্ত নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণা উপলক্ষ্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এ সময় বিভিন্ন পেশাজীবী শ্রেণীর লোকজন উৎসব মূখর পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।