মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার-৩ আসনে ২৩ দলীয় ঐক্যজোট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী লুৎফুর রহমান কাজলের সহধর্মিনী শিরিন রহমান বলেছেন-চলমান জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ আসনে প্রায় সাড়ে ৪ লাখ ভোটারের মধ্যে অধিকাংশ ভোটারই শান্তি, নিরাপত্তা ও গণতন্ত্রের প্রতীক ধানের শীষের প্রতি নিরন্তর সমর্থন জানিয়ে যাচ্ছেন, অবিরাম কাজ করছেন, দিনরাত পরিশ্রম করছেন, সাহস যোগাচ্ছেন। যেটা দেখে আমি প্রতিনিয়ত অভিভূত হই, পুলকিত হই। যেকোন কাজে অধিকাংশ মানুষ যেখানে সমর্থন যোগায়-সেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসীম রহমত নাজিল হয়। তিনি বলেন-ধানের শীষ প্রতীকের সর্বত্র গণজোয়ার দেখে আমি বিশ্বাস করি আমাদের উপর আল্লাহর রহমত রয়েছে। তাই শত প্রতিবন্ধকতা, মামলা-হামলা সত্ত্বেও প্রতিদিন ধানের শীষের গণজোয়ার বাড়ছে। ইনশাল্লাহ্ এই গণজোয়ারের মাধ্যমে ৩০ ডিসেম্বর আমরা চুড়ান্ত বিজয় লাভ করবো। সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল পন্থী শিরিন রহমান ২০ ডিসেম্বর বৃহস্পতিবার কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নে ৩ টি পৃথক।মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সমাবেশ গুলোতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন চৌফলদন্ডী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোস্তফা কামাল মেম্বার, সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন, চৌফলদন্ডী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রাসেল মেম্বার, ছাত্রদল নেতা সাদ্দাম, জামশেদ, রিয়াজ প্রমুখ। এছাড়া সাবেক এমপি কন্যা শিরিন রহমান গত বুধবার খুরুস্কুল ইউনিয়নে আরো ৩ টি মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন। সমাবেশ সমুহে জেলা মহিলাদলের সাবেক সভানেত্রী রবুওয়া বেগম, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কমিশনার হুমাইরা বেগম, জেলা ছাত্রদলে সাবেক (ভা:) সভাপতি সরওয়ার রোমন, সদর উপজেলা বিএনপি’র সভাপতি সুবেদার মেজর(অব:) আবদুল মাবুদ, খুরুস্কুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমানুল হক আমান, মহিলাদল নেত্রী জোবেদা আকতার, রাবেয়া সুলতানা, আবদুল মালেক, নুরুল আমিন, আবুবকর প্রমুখ। তাছাড়া সাবেক এমপি’র পুত্রবধূ শিরিন রহমান গত মঙ্গলবার কক্সবাজার পৌরসভার ২, ৩, ১০ ও ১১ নম্বর ওয়ার্ডে ৫ টি পৃথক মহিলা সমাবেশে বক্তৃতা করেন। নারীনেত্রী শিরিন রহমান কক্সবাজার পৌরসভা, চৌফলদন্ডী ও খুরুস্কুলে ব্যাপক গণসংযোগও করেন।