হাফিজুল ইসলাম চৌধুরী :

রামুর গর্জনিয়ার বড়বিল গ্রামে ধানের শীষ প্রতীকের প্রার্থী লুৎফুর রহমান কাজলের প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত ১৯ ডিসেম্বর বিকেলে এ ঘটনা সংগঠিত হয় বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুহিবুল্লাহ অভিযোগে বলেন, ‘ধানের শীষের শান্তিপূর্ণ প্রচারণায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ইয়াহিয়া চৌধুরী হামলা চালায় এবং প্রচার মাইক ভাঙচুর করে লুটে নেয়। বিএনপির নেতার্মীদেরকে ইয়াহিয়া’সহ অন্যান্যরা ধানের শীষের প্রচারণা না চালাতে অব্যাহত হুমকি দিচ্ছেন। বিষয়টি নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানা হবে।’

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ইয়াহিয়া চৌধুরী প্রচার মাইক ভাঙচুরের ঘটনা স্বীকার করে বলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবজ্ঞা করে প্রচার চালানোর কারণে তিনি এ ঘটনা ঘটিয়েছেন। গর্জনিয়ায় বিএনপি প্রার্থী কাজলের প্রচার মাইক ভাঙচুর