:বিজ্ঞপ্তি :

গত ১১ ডিসেম্বর দৈনিক আজকের দেশবিদেশ এবং ১২ ডিসেম্বর কক্সবাজারনিউজ ডট কম পত্রিকায় ‘ওয়ার্ল্ড ভিশনের প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে আনীত অভিযোগ অত্যন্ত গুরুত্বের সাথে আমলে নিয়েছে ওয়ার্ল্ড ভিশন। এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যৌন হয়রানির অভিযোগে একটি তদন্ত সম্পাদনের পর মো. মোক্তারুল ইসলাম নামে এক কর্মকর্তাকে ১৮ ডিসেম্বর ২০১৮ তারিখে প্রতিষ্ঠান থেকে চাকুরীচ্যুত করেছে ওয়ার্ল্ড ভিশন কর্তৃপক্ষ।

কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও নির্যাতনের বিরুদ্ধে ওয়ার্ল্ড ভিশন অত্যন্ত কঠোর নীতি অবলম্বন করে থাকে। এমন ঘটনা প্রতিরোধে আমাদের শক্তিশালী ব্যবস্থা রয়েছে, বিশ্বাসযোগ্য রিপোর্টের ভিত্তিতে আমরা দ্রুত পদক্ষেপ নিয়ে থাকি, এবং ভুক্তভোগীর জন্য দ্রুত ও প্রয়োজনীয় সহায়তা করে থাকি।

রেচেল ওলফ, রেসপন্স ডিরেক্টর

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রিফিউজি ক্রাইসিস রেসপন্স