জাহাঙ্গীর আলম শামসঃ
মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি খৎনা ক্যাম্প করেছে কক্সবাজারের সামাজিক ও সেবামূলক সংগঠন অসহাঁয় মানুষের খোঁজে-অমাখোঁ।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকাল ৯ থেকে সদরের ঝিলংজার খরুলিয়াসহ বিভিন্ন এলাকার অসহায় গরীব ৪০ সন্তানকে ফ্রি খৎনা করা হয়।
খৎনা ক্যাম্প উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন খরুলিয়া তালিমুল কুরআন মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ আবদুল্লাহ, খরুলিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ক্বারী নুরুল হক, মানবাধিকার ও সংবাদকর্মী জাহাঙ্গীর আলম শামস, সমাজসেবক মোঃ ইউনুস, আতা উল্লাহ, মাস্টার আবদুর রহিম, ফায়সাল মাহমুদ, এম. শরিয়ত উল্লাহ।
উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর, জিয়াবুল হক, শাহরাজ রিয়াজ, আরফাত, নেওয়াজ, মোঃ রাশেদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন ইয়াছিন মোঃ আরফাত।
সংগঠনটির যাত্রাকাল থেকে সমাজের সুবিধা বঞ্চিত গরীব অসহায় মানুষদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছে। তাদের বিভিন্ন সেবাপ্রকল্পের মধ্যে অন্যতম হচ্ছে খৎনা ক্যাম্প।
এছাড়াও বিনামূল্যে চিকিৎসা সেবা, টাকার অভাবে ঝরে পড়া শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ করে দেওয়া, শিক্ষা সামগ্রী বিতরণ, বিবাহঞ্চিত মেয়েদের বিয়ে দেওয়া, রাস্তামেরামত আমাখোঁর মাধ্যমে করা হয়। এসব কর্মের কারণে ঝিলংজাসহ বিভিন্ন এলাকার মানুষ এই সংগঠনের প্রতি আকৃষ্ট হচ্ছে।
বিজয়ের মাসে অমাখোঁর ফ্রি খৎনা ক্যাম্প
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
