শামীমুল ইসলাম ফয়সাল, ইনানী থেকে:

উখিয়ার ইনানী মোঃ শফির বিল এলাকায় গতকাল সন্ধা ৭ টা নাগাদ উখিয়া-টেকনাফ-৪ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শাহীনা আক্তার চৌধুরীর প্রচারণা করার সময় চলন্ত গাড়িতে (সিএনজি) কুঁপিয়ে গাড়ি এবং প্রচারণার মাইক ভাংচুর করেছে বলে অভিযোগ স্থানীয় আওয়ামীলীগের।
সরেজমিনে গিয়ে জানা যায়, মাইকের গাড়িটি সন্ধা ৭ টার সময় উত্তর মোঃ শফির বিল মাটি খাটা স্হান পর্যন্ত পোঁছলে মুখে কাপড় বাঁধা কয়েকজন দুর্বৃত্ত গাড়ি থামাতে চেষ্টা করে।এমন সময় গাড়িতে থাকা সিএনজি চালক বুঝতে পেরে গাড়ি না থামিয়ে চলে যেতে চাইলে দা দিয়ে এলোপাতাড়ি গাড়িতে কোঁপাতে থাকে।সিএনজি চালক আর মাইকিংয়ের দায়িত্বে থাকা দু’জনেই গাড়ি থামিয়ে প্রাণের ভয়ে দোঁড়ে পালিয়ে যায়।ততক্ষণে মানুষ জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়।
সিএনজির পিঁছনের আসনে মাইকিংয়ের দায়িত্বে থাকা মোঃ শাহাজাহান জানান,যেপাশে তিনি বসেছেন সেই পাশেই হামলাকারীরা কোঁপ দেয়।এবং গাড়ি থেকে বের হয়ে দোঁড়ে না পালালে হয়তো ক্ষতবিক্ষত হতেন বলে জানান তিনি।
সরেজিমনে গিয়ে দেখা যায়,কোঁপ টা গাড়ির সিটের পাশে লাগে।এবং যে পাশে তিনি বসেছেন সেই পাশেই লাগে।গাড়ির লোহার পাত থাকায় তিনি বেঁচে যান বলে ধারণা করছেন স্হানীয়রা।
তবে এই নিয়ে স্হানীয় আওয়ামীলীগের ক্ষোভ বাড়ছে।তারা অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন এমনটা অভিযোগ করছেন।
৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহাব উদ্দিন বলেন, বিএনপি-জামায়াতের লোকেরা নির্বাচন কে প্রশ্নবিদ্ধ করতে এমন সন্ত্রাসী কাজে লিপ্ত হচ্ছে বলে জানান তিনি।ইনানী ফাঁড়ির ইনচার্জ মোঃ আনিস ঘটনাস্হল পরিদর্শন করে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্হা নেওয়া হবে বলে জানান।