আনোয়ার হোছাইন ঈদগাঁও :
কক্সবাজার সদরের আরো এক প্রবাসী মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছে সৌদি আরবে। এ সংবাদে পরিবারে চলছে বুকফাটা আহাজারি।নিহত প্রবাসী নুরুল আমিন ঈদগাঁওস্থ ইসলামাবাদ ইউনিয়নের ইউছুপেরখীল গ্রামের মরহুম বদরুদ্দোজা চৌধুরীর ( প্রকাশ বদর মিয়া) বড় ছেলে । নিহতের ছোট ভাই ঈদগাঁও বাজারের ব্যবসায়ী নুরুল হাকিম জানান,গতি ১৭ ডিসেম্বর তার প্রবাসী ভাই সৌদি আরবের ছারুল হজ্ব গোল এ মারার পাশে নির্মাণাধীণ বহুতল ভবনে কাজ করতে যাই।সন্ধ্যার পরও যথা সময়ে ফিরে না আসায় বাসার সহপাঠীরা খুজতে গিয়ে হাসপাতালে তার লাশের সন্ধান পাই। কাজ করা অবস্থায় ভবনের চতুর্থ তলা থেকে পড়ে তার মৃত্যু হয় বলে তাদের জানাই ঐ ভবনের অন্য শ্রমিকরা। এদিকে পরিবারে তার মৃত্যুর সংবাদ পৌছলে বুকফাটা আহাজারি শুরু হয়।উল্লেখ্য ,এর পূর্বের দিন ১৬ ডিসেম্বর সৌদি আরবের আল ওয়াজিদ নামক স্থানের এক বহুতল ভবনের তৃতীয় তলা থেকে পড়ে একই ভাবে ঈদগাঁওস্থ জালালাবাদ ইউনিয়নের দক্ষিণ পালাকাটার আলী আহমদের ছেলে নুরুল আজিমেরও মর্মান্তিক মৃত্যু হয়। এদিকে এক দিনের ব্যবধানে, একই ভাবে ,একই এলাকার দুই প্রবাসীর করুণ মৃত্যুর সংবাদে বৃহত্তর ঈদগাঁও’র হাজারো প্রবাসী পরিবারের সদস্যদের মাঝে চরম ভীতি কাজ করছে বলে স্বজনরা মন্তব্য করেছে।