সংবাদ বিজ্ঞপ্তিঃ
কক্সবাজারের সর্বোচ্চ বিদ্যাপিঠ কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনীর ভর্তি যুদ্ধে উর্ত্তীর্ণ হয়েছে কক্সন মাল্টিমিডিয়া স্কুলের ছাত্র, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট নুর মোহাম্মদ মামুনের ছেলে শাহরিয়ার কবির ইরহাম। সে ‘ভর্তি যুদ্ধে’ অংশ নিয়ে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে নিয়েছে।
তার পিতা এডভোকেট নুর মোহাম্মদ মামুন কক্সন মাল্টিমিডিয়া স্কুলের শিক্ষক, শুভানুধ্যায়ী, আত্মীয় স্বজন ও তার এই কৃতত্বের জন্য সংশ্লিষ্টদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি সবার কাছে দোয়া চেয়ে ইরহামের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন তিনি।