প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার-১ আসনে আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট প্রার্থী জাফর আলমের নির্বাচনী প্রচারণায় নিয়োজিত মাইকিংয়ের গাড়িতে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ আওয়ামীলীগের। এ সময় দুর্বৃত্তরা ৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পুরো এলাকায় ত্রাসের আতংক সৃষ্টি করে। সহিংসতার পর থেকে প্রচার কাজে ব্যবহারিত ইজিবাইক টমটম চালককে খোঁজ মিলছে না। খবর পেয়ে থানার বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।
এ ঘটনায় নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপিকে দায়ি করেছে স্থানীয় আওয়ামীলীগ। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং নিখোঁজ টমটম চালককে উদ্ধারে বিভিন্নস্থানে অভিযান চালাচ্ছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
বরইতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার বেলাল উদ্দিন বলেন, ‘ নির্বাচনী প্রচারণা অংশ হিসেবে প্রতিদিনের মতো আজ সন্ধ্যার পর মহাজোট প্রার্থী জাফর আলমের নৌকা প্রতীকের প্রচারণা কাজে স্থানীয় আওয়ামী লীগের কর্মী ইমাম হোসেন ইজিবাইক টমটম নিয়ে বের হয়।
তিনি আরো বলেন, ‘টমটমটি বরইতলী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের পহরচাঁদা এলাকায় পৌঁছলে বিএনপির সশস্ত্র লোকজন এসে পর পর ৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। একইসঙ্গে প্রচার কাজে ব্যবহারিত টমটমকে দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলে টমটমটি পুড়ে যায়। আর ঘটনার পর থেকে নিখোঁজ হয়ে পড়ে টমটম চালক আওয়ামীলীগ কর্মী ইমাম হোসেন। বিষয়টি তাৎক্ষণিক নৌকার প্রার্থী জাফর আলম এবং থানার ওসিকে অবহিত করা হয়েছে।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘বরইতলীতে আওয়ামীলীগ প্রার্থীর প্রচার কাজে ব্যবহারিত ইজিবাইক টমটমে অগ্নিসংযোগ, গুলিবর্ষণের খবর পেয়ে ঘটনাস্থলেপুলিশ ও বিজিবি সদস্যরা যায়। আর নিখোঁজ থাকা টমটম চালককে উদ্ধারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।’