সংবাদদাতা:

হোয়াইক্যং ইউনিয়নে ঐক্যফ্রন্ট মনোনীত শাহজাহান চৌধুরীর ধানের শীষ প্রতীকের প্রচারণাকালে পুলিশী প্রতিবন্ধকতা ও হুমকির অভিযোগ উঠেছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পুলিশের এসব আচরণ বন্ধের আহবান জানিয়েছে প্রতিদ্বন্দি প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

বুধবার দুপুরে হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া ষ্টেশনে সিএনজি নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরীর ধানের শীষ প্রতীকের প্রচারণার প্রস্তুতি নিচ্ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য সিকান্দর। এসময় পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সিকান্দরকে এসব প্রচারণা বন্ধ করার জন্য গালি-গালাজ করে। এক পর্যায়ে সিকান্দরকে নির্বাচনী পোস্টার ছিঁড়ার জন্য বলে। সিকান্দর না ছেঁড়ায় পুলিশ নিজ হাতেই নির্বাচনী প্রচারণার গাড়ি হতে পোস্টার ছিঁড়ে ফেলে দেন। এরপরও নির্বাচনী প্রচারণা চালালে পায়ের নলা কেটে নেওয়ার হুমকি দেয়। এই ঘটনা ঐক্যফ্রন্টের প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরীকে অবহিত করা হলে পুলিশের এই ধরনের আচরণে ক্ষোভ প্রকাশ করেন। তিনি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আগামীতে এসব কর্মকান্ড থেকে পুলিশকে বিরত থাকার আহবান জানান।