ঢাকা অফিস থেকে: কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনে সফল নেতৃত্বদানকারী একঝাক তরুণ এবার মাঠে নেমেছে নিরাপদ ভোট আদায় সহ নিরাপদ বাংলাদেশ গড়ার দাবিতে। “গণতন্ত্র, সুশাসন এবং মুক্তি” শ্লোগানে ৫ দফা দাবি নিয়ে তরুণদের হাতে গড়া “নিরাপদ বাংলাদেশ চাই”নামক এ সংগঠন।এ সংগঠনের ৫ দফা দাবি হল ১. নিরাপদ ভোট চাই ২. নিরাপদ ক্যাম্পাস চাই ৩. নিরাপদ সড়ক চাই ৪.সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলাকারীদের চাই এবং ৫. নির্বিচারে হামলা – মামলা-গ্রেফতার ও গুম-খুন বন্ধ এবং গণমানুষের নিরাপত্তা চাই। আজ দুপুর ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং রাজু ভাস্কর্যে সংগঠনের শীর্ষ নেতারা ৫ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করে সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষের মাঝে। এ সময় উপস্থিত ছিলেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম যুগ্ন আহবায়ক বিন ইয়ামিন মোল্লা,আহমেদ কবির, জালাল আহমদ, সোহরার হোসেন, ছাত্রনেতা মাহমুদ এবং ঢাকা কলেজের শিক্ষার্থী জাহিদুল ইসলাম নোমান।
বিন ইয়ামীন মোল্লা বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দল গুলোর মধ্যে যে পারস্পরিক সহিংসতা দেখা যাচ্ছে এবং প্রশাসনের মাঝে যে দায়িত্বহীন আচরণ দেখা যাচ্ছে, তরুণরা এই ধরনের রাজনৈতিক সংস্কৃতি চায় না। তরুণেরা রাজনীতির মাঠে বৃদ্ধিবৃত্তিক সৃজনশীল প্রতিযোগিতা দেখতে চায়।।
তরুণেরা নিরাপদে দেখে শুনে নিজের ভোট নিজে তার পছন্দের প্রার্থীকে দেয়ার মতো পরিবেশ চায়। আহমেদ কবির বলেন
ভোটাধিকার নিশ্চিতকরণসহ গণমানুষের নিরাপত্তা নিশ্চিতের ভিত্তিতে নিরাপদ বাংলাদেশ গড়ার দাবীতে ছাত্রজনতা রাজপথে নেমেছে। অন্যদিকে জালাল আহমদ জানান,ছাত্রসমাজের অধিকার আদায়ে অতীতে আমরা যেভাবে সফল হয়েছি, ঠিক তেমনি জনগণের অধিকার আদায়েও আমরা সফল হব।আমাদের ব্যক্তিগত কোন চাওয়া- পাওয়া নাই। এটা সম্পূর্ণ একটি নির্দলীয় প্লাটফর্ম ।জনগণ যাতে নিরাপদে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তাদের অধিকারটুকু প্রয়োগ করতে পারে সেটাই আমাদের ১ম দাবি।এর আগে ১৫ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সম্মুখে বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করে সংগঠনটি এবং বিভিন্ন সামাজিক- রাজনৈতিক সংগঠনের নেতাদের মাঝে লিফলেট বিতরণ করে আসছে।