শাহেদ মিজান, সিবিএন:
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কক্সবাজারবাসীকে আবারো নৌকা দিতে বলেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকতে পারলে কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার নিশ্চয়তা দিয়েছেন তিনি ।
বুধবার (১৯ ডিসেম্বর) বিকাল ৪টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আয়োজিত কক্সবাজারবাসীর সাথে ভিডিও কনফারেন্সের জনসভায় তিনি একথা বলেন। এতে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা। বক্তব্য রাখেন- কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবর রহমান, কক্সবাজার-১ আসনের নৌকার প্রার্থী জাফর আলম, কক্সবাজার-২ আসনের নৌকার প্রার্থী আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৩ আসনের নৌকার প্রার্থী সাইমুম সরওয়ার কমল ও কক্সবাজার-৪ আসনের নৌকার প্রার্থী শাহীন আকতার।
জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, কক্সবাজারকে আমি বিশেষভাবে দেখি। তাই কক্সবাজারকে অভূতপূর্ব উন্নয়ন প্রকল্প দিয়েছি। সর্বোচ্চ বাজেটের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎকেন্দ্র, আন্তর্জাতিক বিমানবন্দর, আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, রেললাইনসহ কক্সবাজারে তিন লাখ কোটি টাকার উন্নয়ন করা হয়েছে। আরো তিনলাখ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের পথে রয়েছে। কক্সবাজারের জন্য আমি আরো উন্নয়ন দেবো। আপনারা নৌকায় ভোট দিন।
মহেশখালী-কুতুবদিয়া আসনের নৌকার প্রার্থী আশেক উল্লাহ রফিকের বক্তব্যের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, সারা বাংলাদেশের মানুষ কক্সবাজারের লবণ খায়। কক্সবাজারের লবণে দেশে লবণ ঘাটতি নেই। তাই বিদেশ থেকে লবণ আমদানি করা হবে না। এসময় তিনি বলেন, ‘কক্সবাজারের লবণ খাই, কক্সবাজারের গুণ গাই’।
বক্তব্যে কক্সবাজার-১ আসনের নৌকার প্রার্থী জাফর আলম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ৭৩ সালের পর থেকে কক্সবাজার-১ আসনে আওয়ামী লীগ জয় পায়নি। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, এবার দেশের সর্বোচ্চ ভোট নিয়ে আমি আপনাকে এই আসনটি উপহার দেবো।’
কক্সবাজার-২ আসনের নৌকার প্রার্থী আশেক উল্লাহ রফিক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনি মহেশখালীসহ কক্সবাজারবাসীকে সর্বোচ্চ উন্নয়ন দিয়ে আমাদের ধন্য করেছেন। এই জন্য আমরা আপনার কাছে অশেষ কৃতজ্ঞ। এর পাশপাশি লবণ আমদানি বন্ধ রাখলে কক্সবাজারবাসী আরো উপকৃত হবে। কেননা কক্সবাজারের প্রচুর লবণ মজুদ রয়েছে। যা দিয়ে পুরো দেশের চাহিদা মেটানো যাবে। এসব বিষয় এখানকার জনগণ অত্যন্ত ওয়াকিবহাল রয়েছে। তারা আবারো নৌকা ভোট দিয়ে আপনাকে প্রধানমন্ত্রী বানাবেন।’
কক্সবাজার-৩ আসনের নৌকার প্রার্থী সাইমুম সরওয়ার কমল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারে বিএনপি ভোটের মাঠে নেই। তারা কোনো ধরণের প্রচারণায় নেই। তারা জনগণের উপর আস্থা হারিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে। এর অংশ হিসেবে জাল ব্যালেট তৈরি করে জালিয়াতির মাধ্যমের তারা ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করছে। এরকম একটি জালিয়াত চক্রকের আটক করা হয়েছে।’
কক্সবাজার-৪ আসনের নৌকার প্রার্থী আবদুর রহমান বদির স্ত্রী শাহীন আকতার কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রীর দোয়া কামনা করেছেন।
শেখ হাসিনার ভিডিও জনসভায় যোগ দিয়েছেন কক্সবাজারের চারটি আসনের হাজার হাজার নৌকার সমর্থক। এতে পুরো স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে উঠে।