প্রেস বিজ্ঞপ্তি :

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বৌদ্ধ ধর্মীয় নেতা দীপক বড়ুয়ার মাতা ও উখিয়ার রত্না পালং ইউনিয়নের উত্তর ভালুকিয়া বিশুদ্ধি দর্শন ভাবনা কুঠিরের জমিদাতা যশোদা বড়ুয়া পরলোকগমন করেছেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ৮০ বছর বয়সে মারা যান তিনি। এদিকে ১৭ ডিসেম্বর (সোমবার) দুপুরে ভালুকিয়াপালং নিজ গ্রামে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। পুত্রের মৃত্যুর ১৬ দিন পর মায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্বজন ও এলাকাবাসির মাঝে। যশোদা বড়–য়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চল, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ (যুব), শোক বিলাস বিনা বড়ুয়া, মছিদিয়া শিক্ষিকা পুরবী বড়ুয়া, মেডিসিন ল্যাব প্রা: লি:, ঠিকাদার কল্যাণ সমিতি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। এদিকে অন্ত্যেষ্টিক্রিয়ার আগে যশোদা বড়ুয়ার উর্দ্ধগতি সদগতি কামনা করে অনুষ্ঠিত হয় ধর্মদেশনা ও স্মৃতিচারণ। এতে ধর্মদেশনা করেন উখিয়া উপজেলা ভিক্ষু সমিতির সভাপতি এস. ধর্মপাল মহাথের, শ্রীমৎ কুশলায় মহাথের, শ্রীমৎ শীলপ্রিয় থের, শ্রীমৎ জ্যোতিসেন থের, শ্রীমৎ শাসনাপ্রিয় থের, শ্রীমৎ শীলমিত্র থের, শ্রীমৎ জ্যোতিপ্রিয় থের। তাছাড়া স্মৃতিচারণ করেন এডভোকেট সুনিল বড়ুয়া, এডভোকেট রাখাল চন্দ্র বড়ুয়া, ডাঃ শংকর বড়ুয়া, ব্যাংকার নিখিল চন্দ্র বড়ুয়া, যশোদা বড়ুয়ার বড় পুত্র সাবেক চেয়ারম্যান দীপক বড়ুয়া, ঠিকাদার কল্যাণ সমিতি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।