জাহাঙ্গীর আলম শামস:
বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী নাজিয়া জাহান চৌধুরী। চালচলন, আচার ব্যবহারে আগাগোড়া ভদ্র ও সভ্য নারী হিসেবে পরিচিত। আইনঙ্গনেও কম সময়ে সুনাম কুড়িয়েছেন। খুব সহজেই মিশতে পারেন সব স্তরের মানুষের সাথে। অল্প কথায়, কম সময়ে মানুষের হৃদয় জয় করার জাদুকরী শক্তি আছে নাজিয়ার।
তিনি কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির মনোনীত জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী শাহজাহান চৌধুরীর একমাত্র মেয়ে এবং জেলা বিএনপির সদস্য।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশ বাঁচানোর লড়াই, বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ। বিষয়টি মাথায় রেখে আঁটঘাট বেঁধে মাঠে নেমেছেন এডভোকেট নাজিয়া জাহান চৌধুরী। বাবার প্রতীক ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ছুটছেন বাড়ীতে বাড়ীতে।
নিজ এলাকাকে মাদকের বদনাম থেকে মুক্ত করতে চ্যালেঞ্জ ছুঁড়েছেন। দিনরাত কাজ করছেন। মাদক, মানবপাচার রোধ, সন্ত্রাস দমনসহ সকল অপকর্ম বন্ধের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দেয়ার জন্য আহবান জানিয়েছেন।
এডভোকেট নাজিয়া জাহান চৌধুরী ১৬ ডিসেম্বর উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুঁমখা পালং ক্লাস পাড়ায় ধানের শীষের সমর্থনে পৃথক ২টি মহিলা সমাবেশে বক্তৃতা করেন।
এছাড়া গত কয়েকদিনে ২০টির মতো মহিলা সমাবেশে বক্তব্য দেন। মতবিনিময় সভা করেছেন বেশ কয়েকটি।
উখিয়া সদর, রত্নাপালং, রুঁমখা পালং, রাজাপালং, হলদিয়া পালংয়ের বেশ কয়েকজন ভোটারের সাথে কথা বলে জানা গেছে, সাবেক সংসদ সদস্যের একমাত্র মেয়ে নাজিয়া জাহান চৌধুরী যেখানে যাচ্ছেন, অভূতপূর্ব সাড়া পাচ্ছেন। ভোটারেরা তাকে কাছে পেয়ে আনন্দিত। নির্যাতিত মানুষের পক্ষের প্রতীক ধানের শীষে ভোটারেরা আগামী ৩০ ডিসেম্বর ভোট দেওয়ার আশ্বাস দিচ্ছেন।
এডভোকেট নাজিয়া জাহান চৌধুরী ছাড়াও মহিলাদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান, জামায়াত নেতা এডভোকেট শাহজালাল চৌধুরীর সহধর্মিনী হাসিনা জালাল।