চকরিয়া-পেকুয়ার উন্নয়নের ধারা সচল রাখতে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করবে : জাফর আলম

এম.জিয়াবুল হক,চকরিয়া :

চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনে আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোটের সংসদ সদস্য প্রার্থী চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম শনিবার ১৫ ডিসেম্বর দিনব্যাপী চকরিয়া-পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকায় নৌকার সমর্থনে নির্বাচনী প্রচারনা ও গনসংযোগ করেছেন। এদিন তিনি চকরিয়া উপজেলার ডুলাহাজারা, কৈয়ারবিল, বরইতলী, হারবাং ইউনিয়ন ও চকরিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। একইসময়ে তিনি একাধিক উঠান বৈঠকে অংশনিয়ে সাধারণ জনগনের কাছে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন। অপরদিকে রাতে পুর্ববড় ভেওলা ইউনিয়ন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা এমডি নুরুল কাদের এমপি প্রার্থী জাফর আলমের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামীলীগে যোগদান করেন। ওইসময় নেতাকর্মীরা ফুলেল মালা দিয়ে তাকে বরণ করে নেন।

আওয়ামীলীগের পথসভায় এমপি প্রার্থী আলহাজ জাফর আলম বলেন, চকরিয়া-পেকুয়ার শান্তিপ্রিয় ‘মানুষ এখন ইতিবাচক রাজনীতি চায়। জ্বালাও-পোড়াও রাজনীতি পছন্দ করেনা। জনগন উন্নয়নে ভরপুর সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে জীবন-যাপন করতে চায়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বিশ্বের কাছে বাংলাদেশকে উপস্থাপন করেছেন, দেশে যেভাবে উন্নয়নের জোয়ার বইছে তাতে সারাদেশের মতো চকরিয়া-পেকুয়ার মানুষও খুশি। সেই কারনে এবার জনগন চকরিয়া-পেকুয়া আসনে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করবে।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য চকরিয়া-পেকুয়াবাসীর প্রতি আহবান জানিয়ে জাফর আলম বলেন, ‘নৌকা হচ্ছে স্বাধীনতার ও উন্নয়নের প্রতীক। নির্বাচনী প্রচারনার অংশহিসেবে আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকরা এলাকার প্রতিটি ঘরে-ঘরে গিয়ে নৌকার পক্ষে ভোট চাচ্ছেন। এখন পুরো চকরিয়া-পেকুয়ায় নৌকার গণজোয়ার বইছে।’

আলহাজ জাফর আলম জনগণের উদ্দেশ্যে বলেছেন, ‘আপনারাই হলেন ক্ষমতার উৎস। আপনারাই চকরিয়া-পেকুয়ার শক্তি। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আপনাদের কাছে আমাকে পাঠিয়ে উন্নয়নের বার্তা পৌঁছে দিয়ে নৌকার ভোট প্রার্থনা করার জন্য। আমি রাজনীতিতে এসেছি সেবার মনোবৃত্তি নিয়ে। রাজনীতি হচ্ছে মানবসেবা। আওয়ামী লীগ হলো একমাত্র রাজনৈতিক দল যারা এই দেশের মানুষের উন্নয়ন করে, মানুষের জন্য কাজ করে। যারা জনগণের সঙ্গে ভালো ব্যবহার করে তাদের মনোনয়ন দেয়া হবে, সেটা বারবার নেত্রী বলেছেন। নৌকায় ভোট দিলে চকরিয়া শহর হবে ফ্লাইওভার যুক্ত, পেকুয়ার মানুষ উঠবে ট্রেনে।’

শনিবার বিকালে চকরিয়া পৌরসভা ২নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চকরিয়া পৌরসভার সাবেক প্রশাসক অ্যাডভোকেট আমজাদ হোসেন। অপরদিকে গতকাল নৌকার সমর্থনে আওয়ামীলীগের কর্মীসভা ও গনসংযোগে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলা, সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, সিনিয়র সহ-সভাপতি এসএম জাহাংগীর আলম বুলবুল, সহ-সভাপতি মকছুদুল হক ছুট্টু, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ জসীম উদ্দিন, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, চকরিয়া কলেজের সাবেক শিক্ষক আবু তাহের সিকদার, মুক্তিযোদ্ধা আবু তাহের, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, আলহাজ ফজলুল করিম সাঈদী, এমআর চৌধুরী, ছৈয়দ আলম কমিশনার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, যুগ্ম সম্পাদক চেয়ারম্যান আজিমুল হক আজিম, শাহনেওয়াজ তালুকদার, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, শওকত ওসমান চেয়ারম্যান, সাংবাদিক মিজবাউল হক, প্রচার সম্পাদক আবু মুছা দুবাই, আওয়ামীলীগ নেতা আমিনুল করিম, পরিমল বড়–য়া, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান আলহাজ নুরুল আমিন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজি জামাল হোছাইন, সাধারণ সম্পাদক সাইফুল এহেছান চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক মনছুর আলম, প্যানেল চেয়ারম্যান আলহাজ শওকত আলী, কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমদ চৌধুরী, চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন, জাফর আলম সিকদার, সাধারণ সম্পাদক আতিকুর রহমান হানু, হারবাং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান মিরানুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেরাজ উদ্দিন মিরাজ, লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সেলিম, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি মো.ওয়ালিদ মিল্টন, তপন কান্তি দাশ, সহ-সভাপতি অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক, সহ-সভাপতি আমান উল্লাহ আমান, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রতন কুমার সুশীল, ফেরদৌস ওয়াহিদ, সেলিম উদ্দিন লিটন, কাউন্সিলর রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান লিটন, নজরুল ইসলাম লিটন, ফরিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মিফতাব উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভা কুষকলীগের সভাপতি সুলাল কান্তি সুশীল, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন মামুন, চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খলিল উল্লাহ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ হায়দার আলী, সাবেক সভাপতি শেফায়েতুল কবির চৌধুরী বাপ্পী, সাবেক সম্পাদক সাজিদ হোসেন শাকিব, সাদ্দাম হোসেন মিঠু, লক্ষ্যারচর যুবলীগের সভাপতি সাইকুল ইসলাম, সাধারণ সম্পাদক জুবাইদুল হক মিন্টু, চকরিয়া পৌরসভা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ধুলু, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মারুফ, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ ও আবদুল বারেক টিপু প্রমুখ।

সর্বশেষ আজ রাতে পুর্ববড় ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে কর্মীসভা ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফ হোসেন মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের এমপি প্রার্থী আলহাজ জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ আওয়ামীলীগ নেতা সামসুল হুদা বিএসসি, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলা, সাধারণ সম্পাদক চেয়ারম্যান মহসিন বাবুল, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী, পুর্ববড় ভেওলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামসুল আলম, ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাউদ্দিন চৌধুরী। সভায় পুর্ববড় ভেওলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা এমডি নুরুল কাদের এমপি প্রার্থী জাফর আলমের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামীলীগে যোগদান করেন। ওইসময় নেতাকর্মীরা করতালি ও ফুলেল মালা দিয়ে তাকে বরণ করে নেন।