প্রেস বিজ্ঞপ্তি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনে মহাজোটের মনোনীত প্রার্থী জাফর আলম ও চকরিয়া-পেকুয়ার বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মো. ইলিয়াছ নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে। ১৫ডিসেম্বর শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে পৌর শহরের জাতীয়পার্টির অফিসে জরুরি বৈঠক ডেকে মহাজোটের মনোনীত প্রার্থী জাফর আলমের পক্ষে কাজ করার ঘোষণা দেন বর্তমান সংসদ সদস্য হাজী মো. ইলিয়াছ। জরুরী বৈঠকে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এতে দুই উপজেলার জাতীয়পার্টির সকল ইউনিট জাফর আলমের পক্ষে কাজ শুরু করার নির্দেশ দেন বর্তমান সংসদ সদস্য হাজী মো. ইলিয়াছ। বর্তমান সংসদ সদস্য হাজী মো. ইলিয়াছ জাফর আলমের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা খবরে পুরো চকরিয়া-পেকুয়া ভোটের মাঠে নতুন সমীকরণ সৃষ্টি হয়েছে। এতে আওয়ামী লীগ ও মহাজোটের অন্যতম শরিকদল জাতীয়পার্টির নেতাকর্মীরা খুশি।

আওয়ামী লীগ নেতারা বলেন, ৩০ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনে এ আসনে নৌকার নিশ্চিত বিজয় চোখে দেখছে দুইদলের নেতাকর্মীরা। বর্তমান আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক উন্নয়নের পুঁিজ করে জাফর আলমের সাথে জাতীয়পার্টি মাঠে নামায় নেতাকর্মীরা একাট্টা হয়ে নৌকার বিজয় ঘরে তুলতে পারবে এমনটা ধারণা করছেন। মহাজোটের প্রার্থী জাফর আলম মনোনয়নপত্র দাখিলের পর থেকে নৌকার বিজয় ঘরে তুলতে নেতা-কর্মীদের সাথে নিয়ে বিরামহীন প্রচারণা চালাচ্ছেন।

পেকুয়া উপজেলার জাতীয়পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক দিদারুল করিম দিদার বলেন, ‘ ৩০ডিসেম্বর নৌকার বিজয় নিশ্চিত করতে জাতীয়পার্টির নেতাকর্মীরা মহাজোটের প্রার্থী জাফর আলমের পক্ষে ভ্যানগার্ড হিসেবে মাঠে কাজ করবে। বর্তমান সরকারের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য জাহেদুল ইসলাম লিটু বলেন,‘ আওয়ামী লীগ স্বাধীনতা ও উন্নয়নের প্রতিক। শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট আবারো ক্ষমতায় আসলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। চকরিয়া-পেকুয়ায় নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। নৌকার বিজয় নিশ্চিত করতে জাপার বর্তমান সংসদ সদস্য হাজী মো. ইলিয়াছ আজ থেকে মাঠে নেমে পড়েছে।’