সিবিএন ডেস্ক:

আগামী ১৭ ডিসেম্বর (সোমবার) রাষ্ট্রপতি আবদুল হামিদের সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছে ঐক্যফ্রন্ট। ড. কামাল হোসেন ও বিএনপির মহাসচিবর মির্জা ফখরুল ইসলামসহ ১০ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চান বলে জানা গেছে।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার সাক্ষরিত একটি চিঠি ১৩ ডিসেম্বর রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। বিএনপির চেয়ারপারসনের মিডয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান শনিবার একথা জানিয়েছেন।  

এদিকে, রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে ১৩ ডিসেম্বর সাক্ষরিত বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুর সাত্তারের এক চিঠি পাঠানো হয়েছে রাষ্ট্রপতির কার্যালয়ে তার সামরিক সচিব বরাবর।

চিঠিতে জানানো হয়, ১৭ ডিসেম্বর বিকাল ৪টায় ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ১০ সদস্যের একটি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার অভিপ্রায় ব্যক্ত করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সবিনয় অনুরোধ জানানো হয়।