মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী:
কক্সবাজার-৩ আাসনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত একক প্রার্থী লুৎফুর রহমান কাজলের সহধর্মিনী বলেছেন-সমগ্র সদর-রামুতে ধানের শীষের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে- তা দেখে মহাজোটের প্রতিদ্বন্দ্বী প্রার্থী দিশেহারা হয়ে পড়েছে। তাই ধানের শীষের নেতাকর্মী-সমর্থকদের উপর ক্রমাগত সশস্ত্র হামলা করে ভোটারদের ভীত সন্ত্রস্ত করে তুলারর অপচেষ্টা করছে।
শিরিন রহমান এধরনের নগ্ন হামলার বিচার ভোটারদের বিবেকের কাছে দিয়ে বলেন-হামলা মামলা করে ধানের শীষ প্রতীকের বিজয় কোন অবস্থাতেই ঠেকানো যাবেনা ইনশাল্লাহ্। সাবেক এমপি কন্যা শিরিন রহমান যেকোন উস্কানির মাঝেও ভোটারদের ধৈর্য্য ধরে ধানের শীষ প্রতীকের প্রচারনা অব্যাহত রাখার আহবান জানান।
বিশিষ্ট নারীনেত্রী ও সাবেক এমপি’র পুত্রবধু শিরিন রহমান ১৪ ডিসেম্বর শুক্রবার কক্সবাজার পৌরসভার খাঁজা মন্ঞ্জিল সহ শহরের বিভিন্ন স্থানে কয়েকটি মহিলা সমাবেশে প্রধান অথিতি’র বক্তব্যে এ আহবান জানান। স্থানীয় মুরব্বী মোহাম্মদ নবী’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ ইউনুছ, বোরহান উদ্দিন রানা, কক্সবাজার জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর হুমায়রা বেগম, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সরওয়ার রোমন, মোহাম্মদ ইলিয়াস, শাহীনুল কাদের লিমন, আবদুল্লাহ আল আমিন মোস্তাফা কামাল রিফাত, নাজির হোসেন, জয় পাল, মোহাম্মদ আরাফাত, শামিমুর রহমান, রেবেকা সুলতানা প্রমুখ। সমাবেশ গুলোতে বিশিষ্ট মানবাধিকার সংগঠক শিরিন রহমানের উৎসাহব্যান্ঞ্জক বক্তব্যে উপস্থিত সকলে উজ্জীবিত হয় এবং প্রয়োজনে জানবাজী রেখে ধানের শীষের পক্ষে সকলে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সমাবেশে শিরিন রহমান তাঁর বক্তব্যের শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।