প্রেস বিজ্ঞপ্তি :

চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনে আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোটের সংসদ সদস্য প্রার্থী চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদ্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম শুক্রবার ১৪ ডিসেম্বর দিনব্যাপী চকরিয়া-পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকায় নৌকার সমর্থনে নির্বাচনী গনসংযোগ করেছেন।

পেকুয়ার রাজাখালী, পেকুয়া সদর, টইটং, চকরিয়া উপজেলার খুটাখালী, ফাঁসিয়াখালী, হারবাং, কৈয়ারবিল, লক্ষ্যারচর ইউনিয়ন গণসংযোগকালে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। গনসংযোগকালে তিনি একাধিক উঠান বৈঠক, পথসভায় ও জনসভায় সাধারণ জনগন ছাড়াও আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেছেন।

পথসভায় আওয়ামীলীগের সংসদ সদস্য প্রার্থী আলহাজ জাফর আলম বলেন, ‘চকরিয়া-পেকুয়ার জনগণের কাছে উন্নয়নের বদলে বিএনপি প্রার্থী চাই স্বামী দেশে ফেরাতে। তিনি ২০০৮সালে নির্বাচনে স্বামী যখন জেলে ছিলেন, তখন ঠিক একইভাবে মায়াকান্না করে ভোট নিয়ে ছিলেন। এখন মানুষ চাই উন্নয়ন, স্বামীর জন্য মায়াকান্না করে দেশে ফেরাতে আর ভোট দিবে না চকরিয়া-পেকুয়াবাসী। এবার নৌকায় ভোট দেওয়ার জন্য চকরিয়া-পেকুয়ার মানুষ অধির অপেক্ষায় বসে আছে। মনে রাখবেন, এখন ২০০৮সাল নয় ২০১৮সালে তরুণ থেকে শুরু করে সাধারণ মানুষ উন্নয়নে মনেপ্রাণে বিশ^াসী।’

তিনি আরো বলেন, ‘চকরিয়া-পেকুয়ার মানুষ এখন ইতিবাচক রাজনীতি চায়। জ্বালাও-পোড়াও জনগণের পছন্দ নয়। সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে জীবন-যাপন জন্য উন্নয়ন সবাই চাই। এদেশের মানুষ জ্বালাও-পোড়াও রাজনীতি প্রত্যাখান করেছে। যারা জ্বালাও পোড়াও রাজনীতি করে, সেই দলকে মানুষ আর ভোট দেবে না। এবারের নির্বাচনে স্বাধীনতার শক্তি নৌকার কোন বিকল্প নেই। মানুষ শান্তিতে থাকতে চায়, উন্নয়ন চায়। শান্তি এবং উন্নয়নের জন্য জনগণ আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

জাফর আলম জনগণের উদ্দেশ্যে বলেন, ‘চকরিয়া-পেকুয়ার গ্রাম হবে শহর। আমি সংসদ নির্বাচিত হলে চকরিয়া-পেকুয়ায় মুল সমস্যা মাতামুহুরী নদী খনন করে বন্যার হাত থেকে রক্ষা করা হবে। শিশু বিনোদনের জন্য শিশু পার্ক, রাস্তাঘাট নির্মাণ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী এ অঞ্চলে ইকোনমিক জোন গড়ে তোলা হবে। তাঁর সাথে বেকার যুবকের কর্মস্থানের জন্য কারখানা গড়ে তুলতে উদ্যোক্তাদের আহ্বান করা হবে।’

শুক্রবার রাজাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম বিএসসির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত গনসংযোগ ও পথসভায় মহাজোটের এমপি প্রার্থী আলহাজ জাফর আলমের সঙ্গে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ও চকরিয়া-পেকুয়া দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোছাইন, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, জেলা আওয়ামী লীগের সদস্য এস এম গিয়াস উদ্দিন, জিএম আবুল কাসেম, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলা, সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, সিনিয়র সহ-সভাপতি এসএম জাহাংগীর আলম বুলবুল, সহ-সভাপতি মকছুদুল হক ছুট্টু, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি জাহাংগীর আলম, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ জসীম উদ্দিন, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম শহিদুল ইসলাম, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, এমআর চৌধুরী, সহসভাপতি ফজলুল করিম সাঈদী, ছৈয়দ আলম কমিশনার, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, যুগ্ম সম্পাদক চেয়ারম্যান আজিমুল হক আজিম, শাহনেওয়াজ তালুকদার, পেকুয়ার রাজাখালীর বর্তমান ইউপি চেয়ারম্যান ছৈয়দ নূর, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল, টইটং ইউপি চেয়ারম্যান জাহেদুর ইসলাম চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, শওকত ওসমান চেয়ারম্যান, সাংবাদিক মিজবাউল হক, আওয়ামীলীগ নেতা আমিনুল করিম, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি তপন কান্তি দাশ, সহ-সভাপতি অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক, এড. নাছির উছির, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রতন কুমার সুশীল, ফেরদৌস ওয়াহিদ, সেলিম উদ্দিন লিটন, কাউন্সিলর রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান লিটন, নজরুল ইসলাম লিটন, ফরিদুল ইসলাম, পেকুয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছেনুয়ারা জেগম এমইউপি, আওয়ামীলীগ নেতা মিফতাব উদ্দিন চৌধুরী, পুর্ববড় ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন মেম্বার, পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, চকরিয়া পৌরসভা কুষকলীগের সভাপতি সুলাল কান্তি সুশীল, আলহাজ নজরুল ইসলাম, আমির হোসেন আমু, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, পেকুয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. বারেক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন মামুন, চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, সাবেক ছাত্রনেতা রনী চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ হায়দার আলী, সাবেক সভাপতি শেফায়েতুল কবির চৌধুরী বাপ্পী, সাবেক সম্পাদক সাজিদ হোসেন শাকিব, সাদ্দাম হোসেন মিঠু, পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দিন বাহাদুর, চকরিয়া পৌরসভা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ধুলু, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মারুফ, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ, পেকুয়া ছাত্রলীগ নেতা শওকত, আমিনুল ইসলাম ও ছাত্রনেতা আবদুল বারেক টিপু প্রমুখ।