নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার উত্তর বনবিভাগের অধিনস্থ ফুলছড়ি রেঞ্জাধীন রাজঘাট বনবিটে সরকারী বাগানের গাছ কেটে বসতঘর ও রাস্তা নির্মাণের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো- নুরুল আলম (৫৮), শামসুল আলম (৩২) ও জিহাদ হোসেন (১২) পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজঘাট বড়কুম বাফারজোন থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন রাজঘাট বনবিট কর্মকর্তা নবুশ চন্দ্র হাজম।
তিনি জানান, ২০১৩-২০১৪ সালের বাফার জোন বাগানের গাছ কেটে বসতি করে নুরুল আলম (৫৮), শামসুল আলম (৩২) ও জিহাদ হোসেন। এর আগে কয়েকবার তাদের বসতি উচ্ছেদ করা হয়। ইতোমধ্যে সরকারী বাগান ও পাহাড় কেটে পুনরায় রাস্তা নির্মাণের কাজ করাকালে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে বন আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সরকারী বন সম্পদ রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিট কর্মকর্তা।