বার্তা পরিবেশক :
মহেশখালী-কুতুবদিয়া আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন, নৌকা প্রতীক বিজয়ী হয়ে শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হলে মসজিদের ইমাম ও মোয়াজ্জিমদের বেতন-ভাতা প্রদান করবেন। ইতোমধ্যে তিনি এ ঘোষণা দিয়েছেন। অন্যরা শুধু ঘোষণাই দেন কিন্তু বাস্তবায়ন করেন না। শেখ হাসিনা যা বলেন তা বাস্তবায়ন করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই প্রতিষ্ঠা করেছিলেন ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। এরপরও একটি স্বাধীনতা বিরোধী চক্র আওয়ামী লীগের বিরুদ্ধে অপ-প্রচারে লিপ্ত রয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মসজিদ-মাদ্রাসা বন্ধ হয়ে যাবে এমন জঘন্য অপ-প্রচার তারা চালাচ্ছে। অতচ অন্য সরকারের চেয়ে আওয়ামী লীগ সরকারের সময়েই দেশে অনেক বেশী মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এই অপ-প্রচারকারীরা শুধুমাত্র ক্ষমতা কুক্ষিগত করতেই এমন অপ-প্রচারে লিপ্ত থাকে। এই মিথ্যাবাদীরাই এখন আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনে নেমেছে। এদের প্রতিহত করার দায়িত্ব দেশের প্রকৃত আলেমদের নিতে হবে। অন্য সরকারের সময়ে মাদ্রাসা শিক্ষা বৈষম্যের শিকার হলেও আওয়ামী লীগ সরকারের সময়ে সমতা ফিরে এসেছে। তাই আগামি নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গতকাল বেলা ২টায় ছোট মহেশখালী ইউনিয়নের তয়্যাবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে মহেশখালী উপজেলা আহলে সুন্নাতয়াল জামায়াত আয়োজিত নৌকা প্রতীক বিজয়ী করার লক্ষ্যে আলোচনা সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন। আলহাজ্ব আবু আরিফ মোহাম্মদ লোকমানের সভাপতিত্বে ও মাওলানা আবদু সত্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ আবু তালেব, মাওলানা ছিদ্দিক আহমদ, মাওলানা আনসারুল করিম, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা রওশন আলী, মাওলানা বশির উল্লাহ, মাওলানা কুতুবউদ্দিন ইলাহী, মাওলানা জুনাইফুল হক, মাওলানা সৈয়দ নুর, মাওলানা নাছির উদ্দিন, মাওলানা মফিজুর রহমান, মাওলানা কামাল উদ্দিন, কাজী নুরুল আবচার মোজাফ্ফর আলী ও এনামুল করিম। উপস্থিত ছিলেন মাওলানা সোলতান উদ্দিন, মাওলানা রেজাউল করিম, মাওলানা আবদুল মজিদ, মাওলানা খাইরুল আমিন, মাওলানা ফজল কাদের, মাওলানা ওসমান গণী, মাওলানা মুবিনুল হক, মাওলানা ইদ্রিস ফারুকী, আকতার হোছাইন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ জাকারিয়া, শ্রম বিষয়ক সম্পাদক মোস্তফা আনোয়ারা উপ-প্রচার সম্পাদক প্রভাষক এহছানুল করিম, উপজেলা যুবলীগের আহবায়ক সাজেদুল করিম, যুগ্ম আহবায়ক এডঃ শেখ কামাল, জেলা ছাত্রলীগের সহসভাপতি আশহাদ উল্লাহ সায়েম, উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ। এছাড়া উপজেলা আওয়ামী লীগ, যুুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন এলাকা থেকে আগত ওলামাকেরাম গন উপস্থিত ছিলেন। সভা শেষে নৌকা প্রতীককে বিজয়ী করতে মহান রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করা হয়।

সকাল ১০টায় আশেক উল্লাহ রফিক এমপি মহেশখালী ডিগ্রি কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। অধ্যক্ষ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলেই বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা বিনামুল্যে বই পাচ্ছে। ছাত্রীদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছেন। তিনি প্রধানমন্ত্রী না থাকলে সবকিছুই বন্ধ হয়ে যাবে। তাই শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে নৌকা প্রতীকের পক্ষে সবার সমর্থন কামনা করেন।