রামু সংবাদদাতাঃ
রামু ফঁতেরখারকুল মেরংলোয়া স্টেশনে ভাংচুরকৃত ধানের শীষের অফিস পরিদর্শন করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজল।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকাল তিনটার দিকে ঘটনাস্থল পরিদর্শনে গেলে জেলা বিএনপির যুগ্মসম্পাদক আকতারুল আলমসহ বিএনপি, ছাত্র দল নেতারা তাকে স্বাগত জানায়।
ধানের শীষের প্রার্থী কাজল দলের নেতাকর্মীদের সাথে নিয়ে সেখান থেকে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে আহতদের খোঁজ নিতে তাদের বাসা বাড়ীতে যান। তাদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করার অাহবান জানান।
বিএনপির ধানের শীষের প্রার্থী রামু যাওয়ার সংবাদ পেয়ে স্থানীয়রা তার সাথে সাক্ষাৎ করে স্বাগতম জানায়।
বুধবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১১ টার দিকে রামু ফতেখারকুল মেরংলোয়া বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর করে নৌকা সমর্থকরা।
হামলায় রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেরাজ আহমেদ মাহিন চৌধুরীসহ অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছে।
তাদের দেখতে বুধবার গভীর রাতে জেলা সদর হাসপাতালে ছুটে যান কক্সবাজার-৩ আসনের বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল। তিনি নিজেই উপস্থিত থেকে আহত সমর্থকদের চিকিৎসার ব্যবস্থা করেন।
এ সময় বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা হাসপাতাল অঙ্গনে ভীড় জমায়। তারা ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে।