মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার-২ আসনে আলমগীর মুহাম্মদ  মাহফুজ উল্লাহ ফরিদের প্রার্থীতা ফিরিয়ে দিতে এবং তাঁকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে ১২ ডিসেম্বর বুধবার হাইকোর্টের ১৫৯৭৯/২০১৮ নং রীট পিটিশন এর শুনানী শেষে বিচারপতি জে.বি.এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের দেয়া আদেশের অবিকল এডভোকেট সনদ কক্সবাজারের রিটার্নিং অফিসারের কাছে জমা দেয়া হয়েছে। রিসিভ নং-২১০০৪২৪১৮১২১৩০১৮, তারিখ: ১৩/১২/২০১৮ ইংরেজি। রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন অফিসিয়াল কাজে ঢাকা থাকায় ভারপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মাহিদুল ইসলামকে তাঁর কার্যালয়ে ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট মির্জা সুলতান আলরাজা স্বাক্ষরিত এডভোকেট সনদটি অফিসিয়ালি জমা দিয়ে রিসিভ কপি নেয়া হয়। এডভোকেট সনদ গ্রহনের সময় ভারপ্রাপ্ত রিটার্নিং অফিসার মাহিদুল ইসলাম সুপ্রীমকোর্টের ওয়েবসাইটে যাচাই করে সনদটি’র আদেশের সত্যতা পান। এসময় ভারপ্রাপ্ত রিটার্নিং অফিসার হাইকোর্টের আদেশের সহিমুহুরী অবিকল কপি এনে দেয়ার জন্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ্ ফরিদের আইনজীবীদের অনুরোধ জানান। আইনজীবীরা আগামী রোববারের মধ্যে হাইকোর্টের আদেশের সহিমুহুরী অবিকল কপি এনে দেবেন বলে রিটার্নিং অফিসারকে অবহিত করেন।

বিষয়টি নিশ্চিত করছেন-কক্সবাজারে আলমগীর মোহাম্মদ মাহফুজ ফরিদের আইনজীবী এডভোকেট ইমাম হোসেন চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-এডভোকেট সিরাজুল হক রানা ও এডভোকেট ফারুক ইকবাল। এডভোকেট ইমাম হোসেন চৌধুরী জানান, বুধবার প্রদত্ত  হাইকোর্টের আদেশের সহিমুহুরী অবিকল কপি বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে হাইকোর্ট থেকে সরবরাহ পাওয়ার সম্ভাবনা রয়েছে।