প্রেস বিজ্ঞপ্তি : বিচারপতি এস এম মুজিবুর রহমান সম্মাননা পেলেন কক্সবাজারের কৃতি সন্তান কবি আনম রফিকুর রশীদ।

সুপ্রীমকোর্টের মাননীয় বিচারপতি এস এম মুজিবুর রহমান সম্ভাবনাময়ী তরুণ কবি ও সাহিত্যিকদের স্বীকৃতী স্বরুপ এ সম্মাননা প্রদান করেন।

এ উপলক্ষ্য গত ১০ ডিসেম্বর’১৮ মঙ্গলবার হোটেল গ্লোরিয়াসের তিন তলায় স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে সম্নাননা স্মারক প্রদান করেন বিচারপতি এস এম মজিবুর রহমান ও বেগম মজিবুর রহমান।

এসময় অন্যান্য ৩৫ জনকবির সঙ্গে অনুষ্ঠানে সাহিত্যে অবদানের জন্যে কবি আনম রফিকুর রশীদকে সম্মাননা ২০১৮ প্রদান করা হয় ।

বিচারপতি মুজিবুর রহমান বক্তব্যে- আনম রফিকুর রশীদের প্রথম কবিতার বই ‘অবরুদ্ধ সূর্য’ ও অনলাইনে পোস্টকৃত গুরুত্বপূর্ণ স্ট্যাটাসগুলোর ভূয়সী প্রশংসা করেন।

এ অনুষ্ঠানের রীতি অনুযায়ী বিচারপতি পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত থেকে কবিকে সম্মাননা প্রদান করেন। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কবি কাজী রোজি ও শিশু সাহিত্যিক আসসলাম সানি।

বিচারপতি এস এম মজিবুব রহমান সাহিত্য সম্নাননা স্মারক অনুষ্ঠানে কবি আনম রফিকুর রশীদসহ ৩৫ জন কবি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৪ জন কবি তাদের স্বরচিতকবিতা পাঠ করেন।